এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, রাজ্যের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে টুইট রাজ্যপালের।

Breaking News, রাজ্যের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে টুইট রাজ্যপালের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় এক সপ্তাহ থেকে রাজ্যে তীব্রভাবে বাড়ছে করোনা সংক্রমণ। নববর্ষের দিনেই রেকর্ড সংখ্যক সংক্রমণ দেখা দিল রাজ্যে। যা প্রায় ৭ হাজারের কাছাকাছি। একদিকে নির্বাচন অন্যদিকে, রাজ্যবাসীর একাংশের স্বাস্থ্যবিধি মেনে চলার অনিচ্ছা থেকে বাড়ছে তীব্র সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ এক টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন যে, রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সকলকে উদ্যোগী হওয়া প্রয়োজন, যাতে গণ আন্দোলনের রূপ ধারণ করে। উপরাষ্ট্রপতির দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরকেও ট্যাগ করে এই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের করোনা সংক্রমণ মোকাবিলা করতে রেড ক্রস সহ সমস্ত হাসপাতালের সহযোগিতা তিনি প্রার্থনা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, রাজ্যে প্রায় ৭ হাজারের মতো মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। সেই সঙ্গে গতকাল করোনায় মৃত্যু ঘটেছে রাজ্যের মোট ২৪ জন মানুষের। নির্বাচনের কারণে অবাধে মিটিং,মিছিল, জমায়েত থেকে করোনার সংক্রমণ আরো তীব্র আকার ধারণ করছে। নির্বাচনের পর সংক্রমণ আরো বাড়তে পারে বলে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আজ উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আবার, রাজনৈতিক মহলে করোনার হানা তীব্র আকার ধারণ করেছে। একের পর এক নেতা করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে এবার করোনা আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তাঁর গাড়ির চালকও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হবার পর হোম আইসোলেশনে রয়েছেন অসিত মজুমদার। তবে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!