এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার পাশাপাশি ক্রমশ চিন্তা বাড়িয়ে চলেছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ

করোনার পাশাপাশি ক্রমশ চিন্তা বাড়িয়ে চলেছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোদের ওপর বিষফোঁড়া নয়তো আর কি! একেই করোনার সংক্রমণ নিয়ে রীতিমত নাভিশ্বাস উঠেছে দেশবাসীর, তার মধ্যেই নতুন বিপদ। করোনার পাশপাশি বিভিন্ন রাজ্যে এসে হাজির হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ প্রায় 100 জনের শরীরে ধরা পড়েছে রাজস্থানেই বলে জানা গিয়েছে। দেশজুড়ে করোনার দ্বিতীউ ঢেউয়ের কারণে পরিস্থিতি এই মুহূর্তে চূড়ান্ত উদ্বেগজনক। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে বিভিন্ন রাজ্যের সরকার। বহু রাজ্যে ওষুধ, প্রতিষেধক, অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে প্রবলভাবে। তার মধ্যেই নতুন করে আরও একটি রোগের আবির্ভাব হয়েছে।

করার পাশাপাশি এবার নতুন সংক্রমণ এসে হাজির হয়েছে, নাম- ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই রাজস্থান সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন, যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসাথে চিকিৎসার জন্য আড়াই হাজার প্রতিষেধক ক্রয় করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে রাজস্থান রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছে। একদিকে করোনা সামলাতে যখন হিমশিম খাচ্ছে রাজস্থান রাজ্য প্রশাসন, ঠিক সেসময় ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসের সংক্রমণ চিন্তা চতুর্গুণ বাড়িয়ে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যারা করোনার সঙ্গে লড়াই চালিয়ে সুস্থ হয়ে উঠছেন, মূলত তাঁদের শরীরেই এই নতুন ভাইরাস আক্রমণ করছে। একই সাথে জানা যাচ্ছে, সুগার সহ নানান রকম জটিল রোগে যারা ভুগছেন, তাঁরাই আগে আক্রান্ত হচ্ছেন। এখনো পর্যন্ত রাজস্থানেই প্রায় 100 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই রোগটি ছোঁয়াচে নয়। তবুও কোনোরকম ঝুঁকি না নিয়ে রাজস্থান সরকার ব্ল্যাক ফাঙ্গাসের নতুন সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে আগেভাগেই। তবে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধুমাত্র রাজস্থানেই নয়, মধ্যপ্রদেশ, দিল্লি সহ একাধিক রাজ্যে এর প্রভাব দেখা যাচ্ছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশেও 50 জনের বেশি করোনা রোগীর শরীরে নতুন ভাইরাসের লক্ষণ মিলেছে।

এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের মেডিকেল শিক্ষামন্ত্রী কৈলাস সারং আরও জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ আটকাতে রাজ্যজুড়ে কড়া সর্তকতা জারি করা হয়েছে। একইসাথে সংক্রামিতদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ভোপালের গান্ধী মেডিকেল কলেজ এবং জব্বলপুর এর সুভাষচন্দ্র মেডিকেল কলেজে ১০ টি শয্যার বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ পাওয়া গেছে। করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস যে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত করোনাকে দমন করতে এবং ব্ল্যাক ফাঙ্গাসের হাত থেকে মানুষকে বাঁচাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে আক্রান্ত রাজ্যগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!