মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য রাজ্য November 29, 2017 শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবার চিঠি লিখলেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে। প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ চেয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে প্রশাসনিক বৈঠক হয় তাতে তিনি উপস্থিত থাকতে চান।কোনো বৈঠকেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন “উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়েও নানা প্রশাসনিক বৈঠক হয়। অথচ শিলিগুড়িতে মহকুমা পরিষদ ও পৌরনিগম বামেদের হাতে থাকায় আমরা ব্রাত্য থেকে যাই। আমরা চাই মুখ্যমন্ত্রীর ওই সভায় গিয়ে নানা সমস্যা তুলে ধরতে। কিন্তু, ডাক পাই না। অগত্যা মুখ্যমন্ত্রীকেই এবার চিঠি লিখেছি।” তিনি আশা করছেন যে এবার এমন বৈঠকে তিনি আমন্ত্রন পাবেন।অবশ্য তিনি চিঠিতে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান খুনেরও নিন্দা করেছেন। অবশ্য এই নিয়ে তৃণমূলের রঞ্জন সরকার বলেন, “ওনার কোনও কাজ নেই। তাই বসে বসে চিঠি লেখেন। ওনার নামই এখন চিঠি মেয়র।” এখন মুখ্যমন্ত্রী অশোকের ইচ্ছা পূরণ করেন কিনা তাই দেখার। আপনার মতামত জানান -