ইস্তফা দিলেন ‘মুখ্যমন্ত্রীর নাক কাটা’ বিধান দেওয়া বিজেপি নেতা সূরজ পাল আমু রাজ্য November 29, 2017 সূরজ পাল আমু হরিয়ানার বিজেপি নেতা এদিন পদ্মাবতী প্রসঙ্গে বিতর্কে উস্কানিমূলক মন্তব্য করে দীপিকার মাথা কাটার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নাক কাটার বিধান দিয়েছেলেন। যা ঘিরে গোটা ভারতjure নিন্দার ঝড় উঠেছিল। এমনকি বিজেপিও এই ব্যাপারটিকে ভালো চোখে দেখেনি। বিজেপিও নিন্দা করেছে এই ঘটনার। সূত্রের খবর, বিজেপি-র শীর্ষ নেতৃত্ব তথা হরিয়ানা বিজেপি-র একটা অংশ বেশ অসন্তুষ্ট ছিল আমুর বক্তব্যে।তাঁরা ক্রমাগত আমুর মন্তব্যের বিরোধিতা করেছিলেন। এদিন আমু হরিয়ানা বিজেপি-র মুখপাত্র পদ থেকে ইস্তফা দেওয়ার কারণও তাই বলে মনে করা হচ্ছে। যদিও আমু বলেছেন তিনি কাউকে অসম্মান করেন নি তাঁর বক্তব্যের অপপ্রচার করা হয়েছে.এমনকি তিনি দীপিকার বাবার ফ্যান। আপনার মতামত জানান -