মারধরের দায়ে এবার ইস্টবেঙ্গলের ৮ সমর্থকে গ্রেফতার করলো পুলিশ খেলা রাজ্য November 29, 2017 মঙ্গলবার যুবভারতীতে আই-লীগের ইস্টবেঙ্গলের সাথে আইজলের ম্যাচ ছিল। আর এই ম্যাচের পর সিভিক ভল্যান্টিয়ারের উপর হামলা চালানোর অপরাধে গ্রেফতার হতে হয়েছে ওই ৮ সমর্থককে। বিধাননগর দক্ষিণ থানার পুলিস তাদের গ্রেফতার করেছে। এনারা হলেন রঞ্জন ভট্টাচার্য, দিব্যেন্দু রায়, দীপ রায়, পার্থ দাস, কমল সিকদার, সুব্রত সরকার, রাজীব বর্মন ও অরুপ চন্দ্র।জানা যাচ্ছে ২ গোলে এগিয়ে থাকা লাল-হলুদ শিবির ২ গোল ফেরত পাবার পরেই অশান্তি বাধে। যেটা মাতছে হাতছাড়া হওয়াতেই হতাশ লাল-হলুদ সমর্থকরা গ্যালারির বাইরে এসে হামলা চালায়.তাদের শান্ত করতে যান সিভিক ভল্যান্টিয়ার অর্ঘ্য হালদার। কিন্তু অশ্লীল গালিগালাজ ও মারধর করা হয় তাকে। অন্য পুলিসকর্মীরা তাঁকে উদ্ধার করেন। বেশ কিছু আইজল সমর্থককেও মারধর করেন ওই সমর্থকরা। সমর্থকদের এহেন আচরণে ক্রীড়া জগতে নিন্দার ঝড় উঠেছে বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -