এখন পড়ছেন
হোম > রাজ্য > সাংবাদিক পিটিয়ে অবশেষে গ্রেপ্তার ৬ দুষ্কৃতী, তবুও কি মিটল ক্ষোভ?

সাংবাদিক পিটিয়ে অবশেষে গ্রেপ্তার ৬ দুষ্কৃতী, তবুও কি মিটল ক্ষোভ?


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনায় আক্রান্ত মানুষজনেদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এদিন মনোনয়নপত্র পেশের ছবির সম্প্রচার করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন  ৬ ব্যক্তিকে পুলিশ ঐ রাতেই পান্ডবেশ্বর থেকে গ্রেফতার করে। ধৃতদের নাম শেখ সাহেব , প্রসেনজিত কুইলা , শেখ নুর মহম্মদ , শেখ মুসারফ , শেখ আলাউদ্দিন ওরফে কালু ও শেখ গেন্ডা ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মনোনয়নপত্র পেশের দিন খবর সম্প্রচার করতে গিয়ে দুর্গাপুরের আদালত চত্বরে বহিরাগতদের হাতে গুরুতর জখম হন একটি বেসরকারী বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক বিকাশ সেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হন আরো ৪ জন সাংবাদিক। বিকাশ সেন সহ আক্রান্ত এই ৪ জন সাংবাদিককে অল্প সময়ের মধ্যেই  দুর্গাপুরের সিটি সেন্টারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। জানা গেছে দুর্গাপুর আদালত চত্বরে যখন এই হিংসার ঘটনা ঘটছিলো পুলিশ তখন নিস্ক্রিয় অবস্থান নেয়। অবশ্য সাংবাদিকদের বয়ান অনুয়ারী আক্রমনকারী ছিলো শাসকদলের প্রতিনিধি। এদিন আদালত চত্বরে ১৪৪ ধারা থাকাকালীন কি করে পুলিশের উপস্থিতিতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলো তা ভেবে কার্যত হতবাক রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!