এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কয়লা মাফিয়া বলে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদের, হৈ চৈ রাজনৈতিক মহলে

কয়লা মাফিয়া বলে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদের, হৈ চৈ রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার জমে উঠেছে নির্বাচনী লড়াই। একে একে পঞ্চম দফার নির্বাচন শেষ করে ষষ্ঠ দফার পথে এবারের নির্বাচন। এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে গিয়েছে এবারের নির্বাচনী লড়াই মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে। আগামী সপ্তম ও অষ্টম দফার প্রচার পর্ব চলছে জোরকদমে। এবারের নির্বাচনী প্রচারে বুধবার পাণ্ডবেশ্বরে প্রচারে গিয়েছিলেন তৃণমূল যুব নেতা অভিষেক ব্যানার্জি।

সেখানে অভিষেক তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হয়ে প্রচার চালান। অন্যদিকে আসানসোলের পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। প্রসঙ্গত এই জিতেন্দ্র তিওয়ারি কিছুদিন আগেই তৃণমূলের অন্যতম নেতা ছিলেন। কিন্তু বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে গিয়ে তিনি বিজেপিতে যোগ দান করেন।

এবং শেষমেষ জিতেন্দ্র তিওয়ারিকে পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়। বরাবরই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে পাণ্ডবেশ্বরে তৃণমূল শিবিরেও যে কম অশান্তি হতো তা নয়। যেটা এখন বিজেপির মধ্যেও হচ্ছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

আর এ ব্যাপারে সাংসদ অভিষেক ব্যানার্জি বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে কয়লা মাফিয়া বলে বর্ণিত করলেন। এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করে অভিষেক পাল্টা বলেন, কয়লা চুরি রোখার জন্য একজন কয়লা চোরকে ভোট দেওয়ার কথা বলছে বিজেপি। বুধবারে পান্ডবেশ্বরের মাদারীপুরে জনসভা করেন অভিষেক ব্যানার্জি। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ও অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিনের সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি প্রথম থেকেই জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ  করে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অভিষেক ব্যানার্জি জিতেন্দ্র তিওয়ারিকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন। তবে শুধু জিতেন্দ্র তিওয়ারিকে একা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেন্দ্রর পাশাপাশি রাজ্য বিজেপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এদিন। এ প্রসঙ্গে তিনি প্রথমেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন।

অভিষেক ব্যানার্জি এদিন বলেন, নরেন্দ্র মোদি দুর্নীতিমুক্ত বাংলা করার কথা বলেন। কিন্তু বিভিন্ন মামলায় জড়িত যারা তাঁরাই বিজেপিতে এখন জায়গা পেয়েছেন। আর এই নিয়েই তীব্র কটাক্ষে ফেটে পড়েন অভিষেক। সপ্তম দফায় ভোট হতে চলেছে পাণ্ডবেশ্বর এলাকায়। এই কেন্দ্রে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির লড়াই অন্য মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে। আপাতত দেখার দল বদলে কতটা মানুষের কাছাকাছি পৌঁচেছেন পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!