আদালতের আইনি যুদ্ধ জিতেও এখনই আইনি যুদ্ধ থামাচ্ছে না গেরুয়া শিবির বিশেষ খবর রাজ্য April 21, 2018 অবশেষে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবং এদিন বিচারপতি সুব্রত তালুকদার রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন পঞ্চায়েত নির্বাচনের নতুন সময়সূচী প্রকাশের জন্যে। একই সাথে মনোনয়ন প্রকাশে ইচ্ছুক প্রার্থীদের জন্যে মনোনয়নপত্র পেশের সময়সীমা একদিন বৃদ্ধিও করা হলো। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে তবে এদিন আদালতে বিরোধী দাবি মোতাবেক পঞ্চায়েত নির্বাচনে আধা সামরিক বাহিনীর মোতায়েন নিয়ে কোনো মত প্রকাশিত হয়নি। তবে এই প্রসঙ্গে আবারও আদালতে যাবে জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে বিজেপির স্পষ্ট বক্তব্য রাজ্যে যা আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি, তাতে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাই তারা সুষ্ঠু পঞ্চায়েত ভোটের জন্য তারা আদালতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাবে। শুধু এই নয় আদালতের নির্দেশে ধার্য করা মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনেও যদি তাদের দলের প্রার্থীরা নিজেদের মনোনয়ন পত্র পেশ করতে না পারেন তাহলে তারা আবার আদালতে যাবেন। আদালতের এদিনের রায়ে সরকার পক্ষ এবং বিরোধী একই ভাবে স্বাগত জানিয়েছে। আপনার মতামত জানান -