এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভবিষ্যতের রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণের তালিকায় তৃণমূলের মহুয়া, প্রশান্ত কিশোর ! উচ্ছ্বসিত শাসক দল

ভবিষ্যতের রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণের তালিকায় তৃণমূলের মহুয়া, প্রশান্ত কিশোর ! উচ্ছ্বসিত শাসক দল

যে সমস্ত মানুষেরা ক্যামেরার বাইরে থেকে কাজ করেন, তারাই প্রকৃত মানুষ। সেক্ষেত্রে তাদের নীতিই হল, কথা কম কাজ বেশি। সাময়িক ভাবে বেশি কথা বলা মানুষেরা সাফল্য পেলেও, শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন কথা না বলে আড়ালে কাজ করে যাওয়া মানুষেরা। এবার হয়ত ঠিক এমনটাই হল, তৃণমূলের রননীতিকার তথা ভোটগুরু প্রশান্ত কিশোরের ক্ষেত্রে। সূত্রের খবর, ফোর্বসের আগামী এক দশকের গতি-প্রকৃতি নির্ধারণের তালিকায় যে কুড়ি জনের নাম রয়েছে, তার মধ্যে নাম রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদলের রণনীতিকার প্রশান্ত কিশোরের।

জানা গেছে, ফোর্বস ম্যাগাজিনে প্রশান্ত কিশোরের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে লেখা রয়েছে, “42 বছরের এই ব্যক্তি 2011 সাল থেকে নির্বাচনী কৌশল হিসেবে কাজ করছেন। প্রথমে তিনি গুজরাট নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কৌশল সাজিয়েছিলেন। পরে আরও বিভিন্ন দলের হয়ে তিনি কাজ করেছেন এবং তার সাফল্যের হার বেশি।”

এছাড়াও আগামী দিনে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে এই প্রশান্ত কিশোরের বিস্তৃতি ঘটবে বলে আশা প্রকাশ করছে এই সংস্থা। যা নিঃসন্দেহে রাজ্যের শাসকদলের কাছে বাড়তি পাওনা বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অতীতে প্রশান্ত কিশোরের সাফল্য না ধরলেও, বর্তমানে তিনি যেভাবে লোকসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক বাড়াতে শুরু করেছেন, তাতে তার রাজনৈতিক কৌশল’ যথেষ্ট বলেই মনে করছে একাংশ।

কেননা বর্তমানে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচি সহ একাধিক কর্মসূচীর মধ্যে দিয়ে গোটা ঘাসফুল শিবিরকে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করানো শুরু করেছেন ভোটগুরু। আর তা সদ্যসমাপ্ত রাজ্যের তিন বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত করেছে। আর এই পরিস্থিতিতে ফোর্বসে আগামীদিনের রণনীতিকার হিসেবে প্রশান্ত কিশোরের নাম উঠে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তবে শুধুমাত্র প্রশান্ত কিশোর নয়, তৃণমূলের কাছে অত্যন্ত আনন্দের কারণ, এই তালিকায় নাম রয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রেরও। প্রসঙ্গত, রাজনীতিতে পা রাখার পর থেকেই সুবক্তা হিসেবে পরিচিত এই হেভিওয়েট তৃণমূল নেত্রী। লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জয় নিশ্চিত করে লোকসভায় বক্তব্য রেখে সকল বিরোধী দলের মন কেড়ে নিয়েছিলেন তিনি।

যার পর থেকেই তৃণমূলের তরফে তাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অত্যন্ত ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আর এবার সেই অস্ত্রে শান দিয়ে তৃণমূল যে ভবিষ্যতে আরও অনেক দূর এগোতে পারবে, তা ফোর্বসের এই তালিকা থেকেই স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!