এখন পড়ছেন
হোম > জাতীয় > রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের ঘর আমরা জ্বালিয়ে দিয়েছি – প্রকাশ্যে দাবি বিজেপি নেতার

রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের ঘর আমরা জ্বালিয়ে দিয়েছি – প্রকাশ্যে দাবি বিজেপি নেতার


রোহিঙ্গা মুসলিম ক্যাম্পের ওপর আক্রমনের ঘটনায় বিজেপির উপর অভিযোগ করা হয়েছিল। এবার  বিজেপি যুব মোর্চার সদস্যের পক্ষ থেকে এদিন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এই কথা স্বীকার করে নেওয়া হলো। বৃহস্পতিবার দিল্লি পুলিসের কমিশনার অমূল্য পট্টনায়েকের কাছে  বিজেপির যুব মোর্চার সদস্যদের সোস্যাল নেটওয়ার্কিং সাইটে করা স্বীকারক্তির ভিত্তিতে একটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে চিঠি লিখে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য বিজেপির যুব মোর্চার সদস্য টুইটারের মাধ্যমে স্বীকার করেছে তাঁরা রোহিঙ্গা মুসলিম ক্যাম্পে আগুন লাগিয়েছে । অভিযোগ দায়েরকারী ঐ মুসলিম সংগঠনের দাবি অবিলম্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া উচিত। নিজের দায়ের করা অভিযোগের সপক্ষে মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম মজলিস-ই-মুশারাত  প্রমান হিসেবে বিজেপি যুব মোর্চার সদস্য মণীশ চান্ডেলার ট্যুইটারে করা পোস্ট ‘‌হ্যাঁ, রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের ঘর আমরা জ্বালিয়ে দিয়েছি।’‌ এই কথার স্ক্রিন শর্ট ও পেশ করে। উল্লেখ্য সম্প্রতি দিল্লীর কালিন্দি কুঞ্জ এলাকায় রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বিজেপি দলের যুব মোর্চা ট্যুইটারে স্লোগান দিয়ে দাবি করে ‘‌রোহিঙ্গা ভারত ছাড়ো’‌ । যদিও পরে এই স্লোগান তাঁরা মুছে ফেলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!