এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি ত্যাগের নিজের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিলেন প্রাক্তনমন্ত্রী যশবন্ত সিনহা

বিজেপি ত্যাগের নিজের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিলেন প্রাক্তনমন্ত্রী যশবন্ত সিনহা


শনিবার পাটনায় রাষ্ট্র মঞ্চ নামে একটি ফোরামের সভায় দলত্যাগের কথা জানালেন যশবন্ত সিনহা।একই মঞ্চে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা,তেজস্বী যাদব।

যশবন্ত সিনহা ওদিন ঘোষণা করেন যে নোটবাতিল কান্ড দেশের অর্থনীতিকে খোকলা করে দিয়েছে।কৃষক স্বার্থ থেকে বিদেশনীতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোদি সরকারকে বিঁধছিল বিরোধীরা।বিজেপির একাধিক প্রবীণ মন্ত্রী এই নোটবাতিলের বিষয় নিয়ে বারবার আক্রমণ করেছে প্রধানমন্ত্রীকে।এই দলে ছিলেন যশবন্ত সিনহাও।শনিবার বিজেপি ছাড়ার কথা সদর্পে বলেন তিনি।তিনি আরো বলেন, ” সঙ্কটে দেশের গণতন্ত্র।যারা দেশের বিপদ ডেকে এনেছে তাদের রেয়াত নয়।”মোদিজির নাম না নিয়েও পরোক্ষভাবে তাকেই কটাক্ষ করলেন বিজেপি জামানার ওই মন্ত্রী।রাষ্ট্র মঞ্চের উদ্যোগে নতুন সমীকরণের ইঙ্গিতও রাখলেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

লালকৃষ্ণ আদবানী,যশবন্ত সিনহা,অরুণ শৌরি,মুরলী মনোহর যোশীর মতো নেতারা কোণঠাসা হয়ে রয়েছে মোদি-অমিত শাহ জুটির দাপটে,এমনটাই খবর রাজনৈতিক সূত্রের।তবে ফেডেরাল ফ্রন্ট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করে মোদিসরকারকে অসুবিধাতেই ফেলেছেন যশবন্ত সিনহা।তবে রাজনীতির ক্ষেত্র থেকপ সন্ন্যাস নিলেও ভবিষ্যতে তিনি যে মোদিজির পথে কাঁটা বিছোবেন সেকথাও এদিন স্পষ্ট জানিয়ে দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!