এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার কঠিন আবহে একসঙ্গে ধর্মঘটে 6 লক্ষ কর্মী! ঘুম উড়তে চলেছে সরকার থেকে প্রশাসনের?

করোনার কঠিন আবহে একসঙ্গে ধর্মঘটে 6 লক্ষ কর্মী! ঘুম উড়তে চলেছে সরকার থেকে প্রশাসনের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা পরিস্থিতির মধ্যে এবার আশা কর্মীদের নিয়ে চরম সমস্যায় পড়তে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই গোটা দেশ থেকে পোলিও নির্মূল হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে লকডাউনের কারণে যখন সকলে গৃহবন্দী, তখন অক্লান্ত পরিশ্রম করেছেন আশা কর্মীরা। কিন্তু আশ্চর্যজনক বিষয়, সারাদেশে এই আশা কর্মীরা তাদের পরিশ্রমের বদলে দুই থেকে চার হাজার টাকা বেতন পান।

ভোর সাতটায় ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে যান। করোনা পরিস্থিতির মধ্যেও এই আশা কর্মীরা প্রতিদিন তাদের কাজ করে গিয়েছেন। কিন্তু তারপরেও সেভাবে তাদের বেতন কাঠামোতে কোনো বদল আনা হয়নি। তাই এই সামান্য বেতনে কাজ করতে গিয়ে তাদের যে চরম অসুবিধে হচ্ছে, তা এবার বুঝিয়ে দিতে ধর্মঘটে নামছেন দেশের প্রায় ছয় লক্ষ আশা কর্মী। সূত্রের খবর, শুক্র এবং শনিবার পর্যাপ্ত বেতন কাঠামো, পিপিই কিট‌ সহ একাধিক দাবিতে দেশের প্রায় ছয় লক্ষ আশা কর্মী ধর্মঘট শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ধর্মঘটে সাড়া দিয়েছেন অঙ্গনওয়াড়ি এবং ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরাও। স্বাভাবিক ভাবেই বর্তমানে একদিকে যখন স্বাস্থ্য ব্যবস্থায় চরম দুরবস্থা চলছে, তখন আশা কর্মীদের এই প্রতিবাদ এবং ধর্মঘট দেশের মাটিতে একপ্রকার অশনিসংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রথম নয়, এর আগেও গত জুলাই মাসে কর্নাটকে ন্যূনতম 12 হাজার টাকা বেতনের দাবিতে সেখানকার আশা কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এবার গোটা দেশজুড়ে প্রায় ছয় লক্ষ আশা কর্মী কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়ায় যে ব্যাপক প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে আশা কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের স্থায়ীকরণ দরকার। ন্যূনতম বেতন থেকে অন্যান্য সুবিধা সবই দরকার। তাই দ্রুত পর্যাপ্ত মাস্ক, কিট এবং স্যানিটাইজার সরবরাহ করুক সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখন সরকারের পক্ষ থেকে আশা কর্মীদের এই আবেদন যদি না মেটানো হয় এবং তাদের যদি ধর্মঘট চলতে থাকে, তাহলে সত্যিই তা সমস্যার কারণ। স্বাভাবিকভাবেই এখন সরকারের কাছে আশা কর্মীদের দাবি কতটা পূরণ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!