এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের তারকা প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন মুকুল, জেনে নিন

তৃণমূলের তারকা প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন মুকুল, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতির চাণক্য বলে অভিহিত করা হয় তাকে। শেষবার 2001 সালে বিধানসভা নির্বাচনের দাঁড়িয়েও তৃণমূলের টিকিটে পরাজিত হতে হয়েছিল তাকে। পরবর্তীতে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড থাকায় মুকুল রায় বেশ কয়েক বছর আগে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। লোকসভা নির্বাচনে তিনি লড়াই না করলেও এবার এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি। কৃষ্ণনগর উত্তর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রে জয়লাভের জন্য কার্যত মাটি কামড়ে পড়ে ছিলেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তার বিরুদ্ধে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বর্তমানে গণনা পর্ব চলছে। আর সেই গণনা পর্ব থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের থেকে প্রায় 1500 ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী মুকুল রায়। অর্থাৎ সামান্য ভোট হলেও, তৃণমূলের তারকা প্রার্থীকে পেছনে ফেলে এবার এগিয়ে গেলেন বিজেপির চাণক্য। এখন শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!