এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি গড়ে আবার তৃণমূলের ধাক্কা! মন্ত্রীর হাত ধরে বড়সড় যোগদান ঘাসফুল শিবিরে!

বিজেপি গড়ে আবার তৃণমূলের ধাক্কা! মন্ত্রীর হাত ধরে বড়সড় যোগদান ঘাসফুল শিবিরে!


2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক দল থেকে বিজেপিতে যোগদান করার প্রাবল্য অনেক বেশি দেখা দিয়েছিল। আর এক বছর পর এই বাংলার মসনদ দখল করার লড়াই- 2021 এর বিধানসভা নির্বাচন আসতে চলেছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আবার দলবদলে রাজনীতি শুরু হয়ে গেছে সম্প্রতি বিজেপি থাকে দলবদলে তৃণমূলে শতাধিক দলীয় কর্মচারী যোগদান করেন বলে শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আজ বারাসাতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর উপস্থিতিতে বিজেপি থেকে প্রায় শতাধিক সদস্য তৃণমূলে যোগদান করলেন বলে জানা যাচ্ছে। তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে বলেও খবর। অন্যদিকে জানা গেছে, শাসক দলের জেলা নেতৃত্বদের ভার্চুয়াল মিটিং হয় তিতুমীর হলে। এদিকে রাজনৈতিক অন্দরে এই নিয়ে গুঞ্জনও চলছে। বলা হচ্ছে, কিছুদিন আগেই শাসকদলের নেত্রী বিজেপির ভার্চুয়াল মিটিংয়ের তুমুল সমালোচনা করেন কিন্তু প্রযুক্তির হাত তিনিও এড়াতে পারলেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের যে অনুষ্ঠান হয়, সম্প্রতি সেখানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক জেলা পর্যবেক্ষক মাননীয় শ্রী নির্মল ঘোষ, সভাধিপতি বীনা মন্ডল, সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়। পূর্তের কর্মাধ্যক্ষ শ্রী নারায়ন গোস্বামী,বন ও ভূমির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা মাননীয় জনাব এ কে এম ফারহাদ সাহেব সহ বিশিষ্ট নেতৃত্বরা।অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলের আসার পরেই দলবদলকারীরা বিজেপির নিন্দায় সরব হয় বলে খবর।

তবে এই ঘটনাকে বিশেষজ্ঞরা খুব স্বাভাবিক ভাবেই ধরেন। কারণ তাঁদের মতে, যে কোন দল থেকেই বেরিয়ে আসার পর প্রত্যেকেই এ ধরনের কথা বলেন। তাই এসব কথার গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয়না। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিজেপি বাংলায় তাঁদের সংগঠন মজবুত করছে একথা প্রকাশ পেলেও, বহু জায়গাতেই কিন্তু কিছু কিছু ফাঁক দেখা যাচ্ছে। তাই 2021 কে যদি পাখির চোখ করে তুলতে হয়, তাহলে সবার আগে দরকার মজবুত সংগঠন। না হলে ভবিষ্যতে শাসক দল তৃণমূলের কাছে আরো বড় ধাক্কা খেতে হতে পারে বলে মত অনেকেরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!