এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে শপথ বাক্য পাঠ করলেন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি বিজেপি নেতৃত্ব। বিজেপির হেস্টিংসের কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপির বিধায়করা শপথ বাক্য পাঠ করলেন। যেখানে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন তিনি।

শুভেন্দু অধিকারী জানালেন, নির্বাচনে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই রাজ্যে যা কখনো দেখা যায়নি। ২১৩ জন বিধায়কদের মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে খুঁজে পাওয়া যায় নি। এজন্যই তিনি বলেছিলেন যে, একটি লিমিটেড কোম্পানি হলো তৃণমূল কংগ্রেস। তিনি জানালেন, ভোটের সময় তিনি যেটা বলেছিলেন, আজ হারা বিধায়কের মুখ্যমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণ হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী আরও জানালেন যে, রাজ্যের শতাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। রাজারহাট-নিউটাউনের একটি গ্রামে বিজেপির মহিলা সমর্থকদের ওপর অত্যাচার করা হয়েছে। বিভিন্ন জায়গায় মহিলারা তৃণমূলের জল্লাদ বাহিনীর দ্বারা অত্যাচারিত হচ্ছেন। পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতি চলছে, অন্যায়,অত্যাচার, খুন, ধর্ষণ, লুটপাট চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছেন তাঁরা।

শুভেন্দু অধিকারী জানালেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার দাবি জানাচ্ছেন তাঁরা। প্রধান বিরোধী দলের ৭৭ জন বিধায়ককে মর্যাদা দিয়ে রাজ্যবাসী যে দায়িত্ব তাঁদেরকে দিয়েছেন। সেই দায়িত্ব তাঁরা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সরকারের সমস্ত ইতিবাচক কাজে তাঁরা সহযোগিতা করবেন। বিধানসভার ভেতরে ও বাইরে গণতন্ত্র মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!