এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক তথ্য দিয়ে রাজ্যের করোনা গাফিলতি নিয়ে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

একের পর এক তথ্য দিয়ে রাজ্যের করোনা গাফিলতি নিয়ে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

করোনা মোকাবিলায় বাংলা অনেকটাই এগিয়ে বলে প্রথম থেকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাস্তবেও প্রথমদিকে এর নিদর্শন দেখা গিয়েছিল। যখন দেশের বিভিন্ন রাজ্যে করোনা ভয়াবহ আকার ধারণ করে, তখন পশ্চিমবঙ্গ স্থিতিশীল অবস্থায় ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, এখন সেই করোনা ভাইরাস পশ্চিমবঙ্গকে আরও গ্রাস করতে শুরু করেছে। তবে রাজ্য প্রশাসন অবশ্য বারেবারেই দাবি করছে যে, তারা যথাসাধ্য চেষ্টা করছেন করোনা ভাইরাসকে মোকাবিলা করার।

গত বুধবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার করোনা মোকাবিলায় সবরকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনার কিছু সময়ের মধ্যেই এবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে উদ্বেগের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সূত্রের খবর, এদিন বাংলার করোনা মোকাবিলায় বিভিন্ন বিষয় তুলে ধরে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিঠিতে তিনি বলেন, করোনা মোকাবিলায় বাংলা কেমন কাজ করছে, তা কয়েকটি বিষয় থেকেই আন্দাজ করা যাচ্ছে। জনসংখ্যার নিরিখে কম টেস্ট সহ দেশের মধ্যে করোনায় মৃত্যুর হার সবথেকে বেশি পশ্চিমবঙ্গে বলে চিঠিতে জানানো হয়েছে। বস্তুত, এদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্ধপাধ্যায় অতীতে টেস্ট কম হলেও, এখন গড়ে প্রায় আড়াই হাজার করে প্রতিদিন টেস্ট হচ্ছে বলে জানিয়েছেন। কিন্তু চিঠিতে সেই টেস্টের ব্যাপারে রাজ্যের সক্রিয়তা কম রয়েছে বলে যেভাবে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, তাতে রাজ্যের উপর চাপ অনেকটাই বৃদ্ধি পেল বলে মত ওয়াকিবহাল মহলের।

চিঠিতে স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন, নজরদারি এবং পজিটিভ টেস্টগুলোর কনট্যাক্ট ট্রেসিংয়ের মধ্যে বড় ফারাক রয়েছে পশ্চিমবঙ্গে। পাহাড়ে টেস্টিংয়ের বিশেষ পরিকাঠামো নেই। অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এরপরই লকডাউন নিয়ে উষ্মা প্রকাশ করে কলকাতা এবং হাওড়ায় নির্দিষ্ট গোষ্ঠী লকডাউন মানছে না বলে মুখ্যসচিবকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বিভিন্ন জায়গায় লকডাউনের আইনকে অমান্য করে রাস্তাঘাটে অবাধ চলাচল সহ নানা কাজ করা হচ্ছে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

আর সবশেষে কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে রাজ্যের অবস্থা দেখে কেন্দ্রের কাছে যে রিপোর্ট জমা পড়েছে, তা দেখে কেন্দ্র যে যথেষ্ট উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ নিয়ে, তা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে সোচ্চার হয়েছে। এবার কেন্দ্রীয় টিম রাজ্য পরিদর্শন করে কেন্দ্রকে সমস্ত বিষয় জানিয়ে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যের উপর প্রকাশ করলেন, তাতে রাজ্য সরকারের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেল বলেই মত বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!