এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > গোটা বিশ্ব করছে কোনঠাসা! ভারতের হাত ধরে ‘বাঁচতে’ মরিয়া চীন! সামনে আসছে নতুন সমীকরণ!

গোটা বিশ্ব করছে কোনঠাসা! ভারতের হাত ধরে ‘বাঁচতে’ মরিয়া চীন! সামনে আসছে নতুন সমীকরণ!


চীনের সঙ্গে বর্তমানে বিশ্বের বহু দেশ তাদের সম্পর্ক ছিন্ন করেছে কারণ প্রত্যেকেই ধারণা চীনের গবেষণাগারে তৈরি হয়েছে কোভিড-19 ভাইরাসটি। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারত ও অন্যতম দেশ চীনের সঙ্গে ভারতের ঠান্ডা লড়াই চলছেই। এমনিতেই ভারতের সীমান্তে চীন বরাবরই চেষ্টা করে সৈন্য-সামন্ত বাড়ানোর। সম্প্রতি লাভা খেলোয়াড় প্লাস পয়েন্ট এর পার্শ্ববর্তী এলাকায় চিন্তাশূন্য বাড়িয়েছে পাল্টা ভারতের পক্ষ থেকেও লাখে সৈন্য বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে চীনের ওপর ভরসা করার মতন অবস্থা দেখছেনা ভারত কিন্তু বর্তমানে আরসিপি নিয়ে সুর বদল করেছে চীন। যে চীন ভারতের সঙ্গে সদাসর্বদা বিরুদ্ধাচরণ করতে সেই আজকে নতুন করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে যা মোটেই ভারতের কাছে আশাপ্রদ নয়। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি ভারত চীন সীমানায় সেনাবিবাদ ঘটে তারপরেই চীনের গলায় উল্টো সুর দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আরসিবিতে ভারতের সঙ্গে চীন সরকার আলোচনায় বসার বিষয়টি ভেবে দেখতে চাইছেন। এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন শত্রুমুক্ত ব্যবসার বিষয়ে আলোচনা প্রসঙ্গে যথেষ্ট শান্তিপূর্ণভাবে হচ্ছে। কিছু বিশেষ বিষয়ে এই নিয়ে অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে কথা বলা হবে।

RCEP হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি সংগঠকদের মিলিতভাবে মহাসাগর অঞ্চলে প্রস্তাবিত মুক্ত ব্যবসা সমঝোতা। এই সমঝোতা যে দেশ গুলির মধ্যে হয়েছে সেগুলি হল ভ্রূণই, কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাউস মালয়েশিয়া মায়ানমার ফিলিপিনস সিঙ্গাপুর থাইল্যান্ড এছাড়াও ভিয়েতনাম এবং আসিয়ানের এফটিএ অংশীদারির মধ্যে অস্ট্রেলিয়া চীন জাপান নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া ও এই সংগঠনের অংশ। 2019 সালের নভেম্বরে ভারত এই RCEP কিন্তু চীন একদিকে যেমন ভারত আবার যাতে RCEP তে ফিরে আসে সে কথা জানাচ্ছে আবার অন্যদিকে ভারত সীমান্ত এলাকায় একের পর এক সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এই মুহূর্তে ভারত চীনের ওপর ভরসা করে তাদের দিকে এগোবে কিনা সেই নিয়ে সৃষ্টি হয়েছে চূড়ান্ত জল্পনা।

আপাতত ভারত চীন সীমান্তের গুরুত্বের উপর নির্ভর করছে আগামী দিনে ভারত চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করবে কিনা। অবশ্য করোনা আবহে চীনের সঙ্গে ব্যবসা শেষ করার ইঙ্গিত ইতিমধ্যেই বেশিরভাগ দেশ জানিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে চিন নিজেদের পরিস্থিতি খুব খারাপ সামনের দিকে এসে কথা বুঝতে পেরেই বিভিন্ন দেশের সঙ্গে আবার নতুন করে ব্যবসায়ী সম্পর্ক উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এখন দেখার বিষয় হলো চিন কতদূর সফল হয় ব্যবসায়িক সম্পর্ক উন্নত করতে বিভিন্ন দেশের সঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!