এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফলপ্রকাশের পর ঘরছাড়া বিজেপি কর্মীরা অবশেষে ঘরে ফিরতে তৃণমূলের পতাকাই হাতে তুলে নিলেন!

ফলপ্রকাশের পর ঘরছাড়া বিজেপি কর্মীরা অবশেষে ঘরে ফিরতে তৃণমূলের পতাকাই হাতে তুলে নিলেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভরাডুবি হওয়ার পর দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যার ফলে সরব হচ্ছে গেরুয়া শিবির। কিন্তু এবার সেই হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরছাড়া বিজেপি কর্মীরা ঘরে ফিরে এসে নিজেদের হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। যে ঘটনায় ভারতীয় জনতা পার্টি যথেষ্ট চাপে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, এবার বিজেপি স্বপ্ন দেখেছিল, তারা রাজ্যের ক্ষমতা দখল করবে। কিন্তু বাস্তবে 77 টি আসন দখল করেই থেমে যেতে হয়েছে গেরুয়া শিবিরকে। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে বীরভূমের সিউড়ির বেশকিছু বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন। কিন্তু ঘরে ফিরেই তারা যেভাবে তৃণমূলের পতাকা নিজেদের হাতে তুলে নিলেন, তাতে ভারতীয় জনতা পার্টি যে এখানে যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর বীরভূমের সিউড়ির কোমা পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি কর্মী গ্রাম ছেড়ে পালিয়ে যান। বিজেপির দাবি ছিল, তৃণমূলের পক্ষ থেকে লাগাতার আক্রমণ করা হচ্ছে। তাই আগেভাগেই বিজেপি কর্মীরা পালিয়ে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার বিকেলে তাদের তৃণমূল নেতাদের বাইকে চড়ে গ্রামে ফিরে আসতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে বাইক বা টোটোতে সেই সমস্ত বিজেপি নেতাদের হাতে ছিল তৃণমূলের ঝাণ্ডা। যা দেখে রীতিমত হতবাক বিজেপি নেতৃত্বদের একাংশ। যেভাবে ঘরছাড়া বিজেপি নেতা কর্মীরা গ্রামে প্রবেশ করতেই তৃণমূলের পতাকা হাতে তুলে দিলেন, তাতে এই ঘটনার পেছনে শাসকদলের শাসানি রয়েছে বলে অভিযোগ করছে গেরুয়া শিবির।

কি এমন হল, যার কারণে তাদের এই দলবদল? গ্রাম ছেড়ে পালানোর সময় তারা ছিলেন বিজেপি কর্মী। কিন্তু গ্রামে প্রবেশ করার সময় কেন তারা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন? এদিন এই প্রসঙ্গে প্রাক্তন বিজেপি নেতা বৃন্দাবন ডোম বলেন, “আমরা স্বেচ্ছায় দলবদল করেছি। কেউ আমাদের জোর করেনি। অনেকদিন পরে বাড়িতে ফিরে বেশ ভালো লাগছে।” যদিও বা বিজেপি এই দাবিকে মানতে নারাজ। তাদের বক্তব্য, তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখিয়ে তাদের এই সমস্ত নেতাকর্মীকে জোর করে যোগদান করানো হয়েছে। তবে শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “আমরা কাউকে ভয় দেখাইনি। যারা ঘরে ফিরে এসেছেন, আমরা তাদের মিষ্টিমুখ করিয়েছি।” বিশেষজ্ঞরা বলছেন, যে যাই বলুন না কেন, গ্রাম ছেড়ে পালানোর সময় তারা বিজেপি থাকলেও, ঘরে ফেরার সাথে সাথে তাদের তৃণমূল হয়ে যাওয়া কার্যত নজিরবিহীন। এই ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতির পরিবর্তন হলেও ভয় এবং সন্ত্রাসজনিত কারণেই যে রাতারাতি এই সমস্ত বিজেপি নেতা কর্মীরা তৃণমূলের পতাকা নিজেদের হাতে তুলে নিলেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। তবে একাধিক নেতা-কর্মীদের এই দলবদল এবং ঘাসফুল শিবিরে নাম লেখানো যে বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!