এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে চলছে লকডাউন! বাইরে বেরোতে ই-পাশ মাস্ট! কিভাবে পাবেন, জেনে নিন সব খুঁটিনাটি

রাজ্যে চলছে লকডাউন! বাইরে বেরোতে ই-পাশ মাস্ট! কিভাবে পাবেন, জেনে নিন সব খুঁটিনাটি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ রুখতে আজ থেকে লকডাউন জারি করা হলো। যা চলবে আগামী দুসপ্তাহ পর্যন্ত। লকডাউন এর সময় জরুরী পরিষেবা বাদে অন্য সমস্ত কিছু বন্ধ থাকছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বাস, মেট্রো, ট্রেন, ফেরি সবকিছুই বন্ধ। আবার রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে নাইট কারফিউ। এই সময় বাইরে বেরোনো যাবে না। লকডাউনের সময়ে বাইরে বেড়োতে গেলে ই-পাশ সঙ্গে নিয়ে বের হতে হবে। কিভাবে ই-পাশ পাওয়া যাবে? সে বিষয়ে জানাল কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, দুসপ্তাহ জুড়ে যে লকডাউন জারি করা হয়েছে, সেসময় একমাত্র জরুরী পরিষেবা, অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত থাকা মানুষদের বাইরে বেরুবার ছাড় দেয়া হয়েছে। বিধি ভঙ্গ করলে মহামারী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ই-পাশ দেবার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। তাহলে জেনে নিন কিভাবে পাওয়া যাবে ই-পাশ?

জরুরী পরিষেবা, অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি ফরম ফিলাপ করলে তাদের মেইল আইডিতে পেয়ে যাবেন ই-পাশ। সেই ই-পাশ গাড়ির স্ক্রিনে ব্যবহার করলে পুলিশ পথ আটকাবে না। তবে, এতে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। সেই সময়ের মধ্যেই চলাফেরা করতে হবে। ই-পাশ পাওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশ করেছে কলকাতা পুলিশ। যা হলো coronapass.kolkatapolice.org।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ওয়েবসাইটে যাবার পর নতুন ওয়েবপেজ সামনে আসবে। সেখানে এক ধাপ এগিয়ে গিয়ে নিজের নাম, গন্তব্য, গাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য, রাস্তায় বের হওয়ার কারণ সমস্ত কিছু জানাতে হবে। সেই সঙ্গে নিজের সচিত্র পরিচয় পত্র ও বেশকিছু নথি জমা করতে হবে। সমস্ত কিছু জমা করে সাবমিট করার পর আবেদনকারীকে ই-মেইলে ই-পাশ পাঠিয়ে দেবে কলকাতা পুলিশ।

এই ই-পাশ ডাউনলোড করে, তা প্রিন্ট করে গাড়ির সামনে রাখতে হবে। তবে, এতে দেওয়া নির্দিষ্ট সময়েই যাতায়াতের ছাড়পত্র পাওয়া যাবে। অকারণে যাতে কেউ বাড়ির বাইরে না বের হন? এটা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কোলকাতা পুলিশ। করোনার শৃঙ্খলা ভাঙতেই করা হয়েছে লকডাউন। এই সময় যতটা সম্ভব রাজ্যবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!