এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি তৃণমূল বিধায়ক বিজেপিতে, ছবি ঘিরে শোরগোল

এবার কি তৃণমূল বিধায়ক বিজেপিতে, ছবি ঘিরে শোরগোল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে গোটা রাজ্য জুড়ে তৃণমূলে ভাঙ্গনের জল্পনা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। প্রায় প্রতিনিয়ত বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের অনেক জনপ্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। আর এবার জল্পনা বাড়িয়ে বিজেপি কর্মীদের হাত থেকে তাদের দলের কর্মসূচির লিফলেট নিতে দেখা গেল তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে। যাকে কেন্দ্র করে সেই বিধায়কের দলবদল নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে।

সূত্রের খবর, শনিবার কালনার বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান করা হয়। যেখানে দলীয় নেতারা পথচলতি মানুষদের এবং ব্যবসায়ীদের লিফলেট দেয়। জানা যায়, এই শহরের চকবাজারে রয়েছে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর কাপড়ের দোকান। আর সেখানে গিয়েই কালনা শহর বিজেপির সভাপতি বিজেপির ও অন্যান্য নেতাকর্মীরা বিধায়কের হাতে তাদের দলের লিফলেট তুলে দেন। স্বাভাবিকভাবেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই আবার নতুন করে গুঞ্জন দানা বাধতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছিল, তখন এই কালনার তৃণমূল বিধায়কের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন। অনেকেই দাবি করতে শুরু করেছিলেন, কালনার তৃণমূল বিধায়ক খুব দ্রুত দল পরিবর্তন করতে পারেন। যার ফলে অনেকেই তাকিয়ে ছিলেন তার রাজনৈতিক আচার আচরণের দিকে। কিন্তু এবার যেভাবে বিজেপি নেতা কর্মীদের হাত থেকে লিফলেট নিতে দেখা গেল ওই তৃণমূল বিধায়ককে, তাতে নতুন করে সমীকরণ তৈরি হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি বিজেপি নেতা, কর্মীদের হাত থেকে লিফলেট নিয়ে তৃণমূল বিধায়ক বড় কোনো বার্তা দিতে চাইলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “দু’পক্ষের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, তা ছবিতে ফুটে উঠেছে।” অন্যদিকে এই ব্যাপারে কালনা শহর তৃণমূল সভাপতি দেবপ্রসাদ বাগ বলেন, “সোশ্যাল মিডিয়ার ছবিই বলে দিচ্ছে, আমাদের দলের বিধায়কের অবস্থান কোথায়।” এদিকে এই ব্যাপারে শহর বিজেপির সভাপতি সৌরভ রায় বলেন, “বিধায়কের দোকানে লিফলেট দিতে গিয়েছিলাম। বিধায়ক বাধা দেননি। তৃণমূল এর কি অর্থ করছে, তা তাদের ব্যাপার।” কিন্তু যাকে নিয়ে এত কিছু, সেই কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু কি বলছেন?

এদিন তিনি বলেন, “ওরা যখন এসেছিলেন আমি দোকানে ছিলাম। লিফলেট নিয়েছি। কে কোথায় ছবি তুলে কি করেছে, জানা নেই।” তবে তৃণমূল বিধায়ক যে কথাই বলুন না কেন, তার এই ধরনের আচার-আচরণ যে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোলে সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তৃণমূল বিধায়কের প্রকাশ্যে এভাবে বিজেপি নেতা কর্মীদের কাছ থেকে লিফলেট নেওয়া শাসকদলের চিন্তাকে যে ব্যাপকভাবে বাড়িয়ে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!