এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > জীবিত বিরোধী সমর্থককে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ এবার শাসকদলের বিরুদ্ধে!

জীবিত বিরোধী সমর্থককে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ এবার শাসকদলের বিরুদ্ধে!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিম বর্ধমানের অন্ডালের এক পরিবারের জীবিত ৩ জন সদস্যকে মৃত বলে ঘোষণা করে, তাদের রেশন কার্ড বাতিল করে দেয়া হলো। মিললো না তাদের রেশন। আজ বুধবার রেশন কার্ডের দাবিতে বিডিও অফিসের সামনে প্রতিবাদ জানালেন এই পরিবারের সদস্যরা। তাদের পাশে এসে দাঁড়াল স্থানীয় সিপিএম নেতৃত্ব।

প্রসঙ্গত পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের মদনপুরের বাস্কারের স্থানীয় বাসিন্দা হলেন অতীত ঘোষ। তিনি, তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ, ও তাদের ৮ বছরের পুত্র আভাস ঘোষের নামে তিনটি বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড ছিল। যে রেশন কার্ড দেখিয়ে তারা বহু বছর ধরে রেশন সামগ্রী পাচ্ছিলেন। কিন্তু, গত সপ্তাহে রেশন তুলতে গিয়ে তাদের প্রমাদ গুনতে হলো। রেশন ডিলার তাদের জানালেন যে, তাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে। তাই তারা আর রেশন পাবেন না। তাদের কার্ড কেন বাতিল করা হল, সে প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারলেন না রেশন ডিলার।

এরপর এ বিষয়ে খোঁজ নিতে অতীত ঘোষ তাঁদের রেশন কার্ড নিয়ে ব্লকের খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করেন। খাদ্য দপ্তরের জনৈক আধিকারিক কম্পিউটারের তথ্য দেখে তাঁকে জানান যে, যাদের নামে এই কার্ডগুলি রয়েছে। তাঁরা কেউই জীবিত নেই। একারণে কার্ড গুলি বাতিল করা হয়েছে।

আধিকারিকের কাছে এই উত্তর শুনে স্তব্ধ হয়ে যান অতীত বাবু। তিনি জানান যে, তাঁরা সকলেই জীবিত ও সুস্থ আছেন। তাঁর দাবি, তাঁদেরকে কেন মৃত ঘোষণা করে দিয়ে, তাদের কার্ড বাতিল করে দেয়া হল সে বিষয়ে প্রশাসন তদন্ত করে দেখুক। কিন্তু ততদিন পর্যন্ত তাদের রেশন সামগ্রীর লাভের ব্যবস্থা করে দিক প্রশাসন। এরপর তার পরিবারের সকলেই সংশ্লিষ্ট ব্লকের খাদ্য দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালান প্ল্যাকার্ড হাতে নিয়ে। তাদের পাশে দাঁড়াতে দেখা যায় স্থানীয় সিপিএম নেতৃত্বকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারা জীবিত থাকতেও তাদের মৃত বলে কার্ড বাতিল করে দেবার ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সিপিএম নেতৃত্ব ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এলো। সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুফান মণ্ডল জানালেন, ” এটা রাজনৈতিক ষড়যন্ত্র। বহু বিরোধী সমর্থকেরই রেশন কার্ড বাতিল হয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।”

তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে অণ্ডালের ব্লক তৃণমূল সভাপতি কালুবরণ মণ্ডলের বক্তব্য, ” তাহলে তিনজনের কার্ড কেন বাতিল হবে? বহু বিরোধী সমর্থক রয়েছেন, তাঁদেরটা কেন বাতিল হল না? কোনও ভুল হয়ে থাকতে পারে। তা সংশোধনও করা হবে। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সিপিএম।”

আবার সিপিএম এর নেতৃত্বে আজ বুধবার সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসের সামনে প্রতিবাদ ও ধরনায় বসে থাকতে দেখা গেল অতীত বাবু ও তাঁর পরিবারকে। প্রায় তিন ঘণ্টা ধরে চললো এই অবস্থান-বিক্ষোভ। এরপর অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা তাদেরকে আশ্বস্ত করেন। তখন বিক্ষভ উঠিয়ে নেন তাঁরা। বিডিও ঋত্বিক হাজরা জানালেন যে, সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে। কেন তারা বেঁচে থাকতেও তাদের কার্ড বাতিল করা হলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। গাফিলতি যদি প্রমাণ হয় তবে খাদ্য দপ্তরের অভিযুক্তকে অবশ্যই শাস্তি দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!