এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরনো ভাড়ায় বাস চালানো অসম্ভব! আকাশছোঁয়া হতে চলেছে বাসের ভাড়া! জমা পড়ল নতুন প্রস্তাব!

পুরনো ভাড়ায় বাস চালানো অসম্ভব! আকাশছোঁয়া হতে চলেছে বাসের ভাড়া! জমা পড়ল নতুন প্রস্তাব!


করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। তবে সম্প্রতি সেই পরিবহনব্যবস্থার ক্ষেত্রে শিথীলতা এনেছে রাজ্য সরকার। যেখানে সামাজিক দূরত্বের বিধি মেনে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রথম থেকেই বাস মালিকদের সংগঠন জানিয়ে দিয়েছিল যে, এই নিয়ম মেনে বাস চালানো সম্ভব নয়। আর দীর্ঘদিন পর বাস চলাচল শুরু হলে, তার ভাড়া কেমন হবে, তার ব্যাপারে পরিবহন দপ্তরের কাছে প্রস্তাব জমা দিল জয়েন্ট কাউন্সিল অফ বস সিন্ডিকেট।

যেখানে বাস সিন্ডিকেটের তরফ থেকে দেওয়া প্রস্তাবে ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছে। আর এই ভাড়া বৃদ্ধির প্রস্তাব এখন রীতিমত সৃষ্টি করতে পারে জনসাধারণের ওপর। কিন্তু কি বলা হয়েছে ওই প্রস্তাবে? জানা গেছে, প্রস্তাবে উল্লেখিত রয়েছে, বেসরকারি বাসে উঠলেই যাত্রীকে 14 টাকা ভাড়া দিতে হবে। যে ভাড়া দিয়ে তিনি দুই কিলোমিটার রাস্তা যেতে পারবেন। তবে তারপর তিনি যদি আরও যেতে চান, তাহলে প্রতি কিলোমিটারে তাদের পাঁচ টাকা করে ভাড়া দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এক্ষেত্রে সিন্ডিকেটের দেওয়া প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে ধর্মতলা গেলে এখন বাসের ভাড়া 30 টাকার উপরে লাগবে। তবে জয়েন্ট কাউন্সিল অফ বার সিন্ডিকেটের পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাব দেওয়া হলেও, প্রথম থেকে বাসের ভাড়া যাতে না বাড়ে, তার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। ফলে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো এই প্রস্তাব দেওয়ার পর রাজ্য এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের।

একাংশের মতে, বর্তমানে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে সরকারের পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। কোনো ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। কেননা দীর্ঘদিন লকডাউনের ফলে অনেকেই সংকটে রয়েছেন। তাই এমন পরিস্থিতিতে বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পুরনো ভাড়া দিয়ে যে আর চলা যাবে না, তার জন্য সরকারের কাছে এই প্রস্তাব দিল বাস মালিক সংগঠনগুলো। কিন্তু সরকার প্রথম থেকেই ভাড়া বৃদ্ধির ব্যাপারে না করে দেওয়ায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর যাত্রীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!