এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা-আমপানের মাঝেই নতুন মাথাব্যথা প্রশাসনের! দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ নিউ আলিপুর!

করোনা-আমপানের মাঝেই নতুন মাথাব্যথা প্রশাসনের! দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ নিউ আলিপুর!


রাজ্যে যখন একদিকে করো না মহামারির আতঙ্ক, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের কারণে পরিস্থিতি হয়ে রয়েছে বেজায় জটিল। ঠিক সেই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক হানাহানির খবর যেভাবে উঠে আসছে, তা রীতিমত চিন্তা বাড়িয়ে চলেছে রাজ্যের বর্তমান প্রশাসনের। বিশেষ করে যেন এই কদিনে বিভিন্ন জায়গায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এলাকায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে, তা সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে পুলিশ প্রশাসনকে।

ঠিক এরকমই নতুন করে একটি গোষ্ঠী সংঘর্ষের খোঁজ পাওয়া গেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতা নিউ আলিপুর এলাকায় গোষ্ঠী সংঘর্ষ ভয়ঙ্কর আকার ধারণ করে বলে স্থানীয় সূত্রের খবর। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশবাহিনী আসরে নামে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খব,র বুধবার মাঝেরহাট কলোনির বাসিন্দাদের মধ্যেই দুই গোষ্ঠীর সঙ্গে বিবাদ শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাময়িকভাবে সেই দ্বন্দ্ব মিটলেও, বৃহস্পতিবার নিউ আলিপুর থানা এলাকায় এক কিশোরীকে কুমন্তব্য করে কয়েকজন যুবক। আর তাই নিয়ে শুরু হয় নতুন করে ভয়ঙ্কর গন্ডগোল বলে জানা গেছে। অন্যদিকে রাতে মাঝেরহাট কলোনির এক গোষ্ঠীর বাসিন্দারা যখন পুলিশের কাছে অভিযোগ করতে চান, সে সময় অন্য গোষ্ঠীর লোকেরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। এরপর এই দুই দল নিউ আলিপুর থানার কাছে রীতিমতো তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অভিযোগ ওঠে হরিপুর থানার কাছেই এক মহিলা-সহ কয়েকজনকে প্রচণ্ড মারধর করা হয়। যার ফলে ওই মহিলার মাথা ফাটে এর সাথে আরও একজন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। সাথে সাথেই বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও এলাকা কিন্তু এখনো থমথম করছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে করোনা পরিস্থিতি এবং আমফান দুর্যোগ সামলাতে ব্যস্ত, তার মধ্যে নতুন করে এ ধরনের গোষ্ঠী সংঘর্ষের ফলে প্রশাসন যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে।

অন্যদিকে জানা গেছে এখনো পর্যন্ত এই গোষ্ঠী সংঘর্ষে হামলাকারী হিসেবে কারোকেই গ্রেপ্তার বা আটক করা হয়নি। যদিও এই গোষ্ঠী সংঘর্ষে ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলগুলি একযোগে দাবি করেছে এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো ভেঙে পড়েছে। এমনিতেই করোনা আতঙ্ক ও আমপান বিপর্যয়ের ফলে জল-বিদ্যুৎ হীন অবস্থায় দীর্ঘ দিন কাটিয়ে ক্ষোভে ফুঁসছেন কলকাতাবাসী। তার উপর এই ধরনের গোষ্ঠী সংঘর্ষের খবর যে প্রশাসনের চিন্তা আরও বাড়াবে, তা বলাই বাহুল্য। আপাতত এই ঘটনার রেশ কতদূর গড়ায় সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!