এখন পড়ছেন
হোম > অন্যান্য > বলিউডি কায়দায় নতুন রূপে অবতীর্ণ হলেন এই কিংবদন্তি ক্রিকেট তারকা? জানুন বিস্তারিত

বলিউডি কায়দায় নতুন রূপে অবতীর্ণ হলেন এই কিংবদন্তি ক্রিকেট তারকা? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ডেভিড ওয়ার্নার এবং অ্যাবটকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছে সিএ। তবে তৃতীয় টেস্টের আগে তারা ভারতের বিরুদ্ধে পুনরায় যোগদান করবেন বলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে, ওয়ার্নার এবং অ্যাবট চোট থেকে সেরে উঠতে দলের বায়ো সুরক্ষার বাইরে সিডনিতে সময় কাটিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সুরক্ষা বিধি লঙ্ঘন করলে যেহেতু সিএ যথাসময়ে তাদের খেলায় প্রবেশ করতে দেয়না, তাই এক্ষেত্রেও তাঁদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে হলেই জানান হয়। বস্তুত, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে গিয়ে কুচকিতে আঘাত পেয়েছিলেন ওয়ানার। আর সেই আঘাত থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। এরপর তিনি সিডনি থেকে মেলবোর্ন ভ্রমণ করেন এবং সিডনির পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে তাদের পুনর্বাসন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় সিএ।

তবে এরই মধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার শিখরে উঠে এসেছে ডেভিড ওয়ার্নার। যদিও এর আগে তাঁকে ‘উরি’র ভিকি কৌশল, ‘বদলা’র অমিতাভ বচ্চন, এমনকি ‘যোধা আকবরে’র ঋত্বিক রোশনের ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছে। বাদ যায়নি অজয় দেবগনের ‘গোলমাল’ সিনেমার চরিত্রটিও। আর সেখানেই এবার শাহরুখ খানের ‘ডন ২’ এর ভূমিকায় অবতীর্ণ হলেন ডেভিড ওয়ার্নার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ডেভিড ওয়ার্নারের ইস্টাগ্রাম একাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট ভারতীয় নেট জনতার কাছে বেশ জনপ্রিয়। আর সেখানেই সম্প্রতি এই সিনেমার একটি অনুকরণ করা ভিডিও শেয়ার করেন তিনি। যার নিচে তিনি লিখে দেন “এই ভাওলেন্সের জন্য দুঃখিত! তবে আমার মনে হয় না তোমরা এমনটার মুখোমুখি হবে!” আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই এই ক্লিপটি সুপারহিট হয়েছে বলে জানা গেছে। কারণ ততক্ষনে বাদশার ভক্তরা পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর ডন ২ সিনেমার ৯ বছর পূর্তি হয়। এই সিনেমাতে শাহরুখ খান ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানি, লারা দত্তকে অভিনয় করতে দেখা যায়। ছবির বর্ষপূর্তিতে শাহরুখ খান সহ তাঁর অনুরাগীরা খুশি ছিলেন বলে জানা গেছে। এরইমধ্যে ওয়ার্নারের এহেন কার্যকলাপ কিং খানকে এবং তার ভক্তদের নতুন করে আনন্দ দিয়েছে বলেই জানিয়েছেন তারা। সেই সঙ্গে এই ক্লিপ এর পরেই ডেভিড ওয়ার্নারের নাম বদলে “ওয়ার্নার খান” হয়ে গেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!