এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হুগলির তিন আসনের প্রার্থী নিয়ে বড়সড় রদবদলের পথে তৃণমূল? জানুন বিস্তারিত

হুগলির তিন আসনের প্রার্থী নিয়ে বড়সড় রদবদলের পথে তৃণমূল? জানুন বিস্তারিত

প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৪২ এ ৪২ করতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু, মুখে বললেও কাজটি যে সহজ নয় তা মেনে নিচ্ছেন কট্টর তৃণমূল সমর্থকরাও। কেননা, একদিকে রাজ্যজুড়ে বিজেপির প্রবল উত্থান, অন্যদিকে কংগ্রেস-বামফ্রন্ট জোট। আর তাই এই কঠিন কাজটি করে দেখাতে তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি জোর দিচ্ছে প্রার্থী তালিকায়। কেননা একদিকে আছে গতবারের জেতা ৩৪ জন সাংসদ, অন্যদিকে আছে প্রতিটি লোকসভাতেই নতুন টিকিট প্রত্যাশী।

যদিও, তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে এবার শেষ কথা বলবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ধারণা অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের। তবুও, এতদিন ধরে দল করা ও এলাকায় প্রভাবশালী নেতাদের কিছুতেই এবার এড়িয়ে যাওয়া যাচ্ছে না প্রার্থী তালিকা তৈরী করার সময়। অন্যদিকে, বেশ কিছু সাংসদের কাজকর্ম নিয়ে নাখুশ স্বয়ং তৃণমূল নেত্রী – কিন্তু, এদের আবার টিকিট না দিলে সম্ভবনা থেকে যাচ্ছে, যে কোনো মুহূর্তে এরা যোগ দিতে পারে বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এইসবের মধ্যে সবথেকে টানটান উত্তেজনা চলছে হুগলি জেলার তিন আসনে কে কে প্রার্থী হতে চলেছেন তাই নিয়ে। হুগলি জেলার তিন আসন – শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে গতবার জিতেছিলেন – কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রত্না দে নাগ ও অপরূপা পোদ্দার আফরিন আলি। এরমধ্যে কল্যানবাবু ও রত্নাদেবী আবার টানা দু-দুবারের সাংসদ। অপরূপাদেবী প্রথমবার জিতেছেন – কিন্তু তাঁর কাজে খুশি নন স্বয়ং তৃণমূল নেত্রী। দলীয় কোর কমিটির সভায় প্রকাশ্যেই দিয়েছিলেন বকুনি – ফলে, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল অপরূপাদেবীকে টিকিট দিচ্ছে না দল। তাঁর বদলে প্রার্থী হতে পারেন বিধায়ক মানস মজুমদার অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক যুবনেতা।

কিন্তু, কয়েকমাস আগেই এক ইংরেজি সর্বভারতীয় দৈনিকে খবর বেরোয় অপরূপাদেবী নাকি মুকুলবাবুর হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই ব্যাপারে, মুকুলবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটি অস্বীকার করেন – কিন্তু শাসকদলের অভ্যন্তরে কানাঘুষো, এরপরে অঙ্ক ঘুড়ে গেছে। অপরূপাদেবীকেই আবারো টিকিট দিতে চায় দল। অন্যদিকে, দলীয় স্তরেই জল্পনা ছড়িয়েছে – রত্নাদেবী নিজেই আর দাঁড়াতে চান না হুগলি কেন্দ্র থেকে। সেক্ষেত্রে তাঁর জায়গায় প্রার্থী হবেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া চন্দন মিত্র। রত্নাদেবী প্রার্থী হতে পারেন শ্রীরামপুর কেন্দ্র থেকে। তাহলে কি হবে কল্যানবাবুর? যা শোনা যাচ্ছে কল্যানবাবুকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হতে পারে। তবে এই নিয়ে জল্পনা অব্যাহত থাকবে যতক্ষন পর্যন্ত না তৃণমূল নেত্রী এই নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!