মমতা সরকারের উদ্যোগে এবার মেটিয়াব্রুজের নাম ছড়াতে চলেছে বিশ্বের দরবারে আন্তর্জাতিক রাজ্য January 15, 2018 আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে রাজ্যের শিল্পের উন্নয়নের পর্যায়কে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর।আর তার জন্যই কলকাতার মেটিয়াব্রুজকে বিশ্বের দরবারে রেডিমেড জামা কাপড়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাইছে অধিকারকরা।এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার জন্য ইতিমধ্যে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত,শাসকদলের প্রচেষ্টায় দীর্ঘ ৬ বছরে পশ্চিমবাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিস্ময়কর উন্নতি ঘটেছে।আর সেই উন্নতির আরও এক উদ্যোগ হলো মুখ্যমন্ত্রীর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।সকলের বিশ্বাস চতুর্থ বর্ষে পা দেওয়া এই সম্মেলনের হাত ধরেই বঙ্গের বুকে এই বছরে আছড়ে পড়বে সাফল্যের জোয়ার।ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের এক আধিকারিকের মতে,গোটা দেশে বাংলার রেডিমেড জামা কাপড় বিখ্যাত। আর তার মধ্যে মেটিয়াব্রুজের কাপড় বেশি বিক্রি হয়।সমগ্র দেশে মেটিয়াব্রুজের কাপড় বেশি বিক্রি হলেও এখানে নেই কোনো সংগঠিত কাঠামো।তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যবস্থা যাতে গোটা অঞ্চলকে সংগঠিত করে এখানকার কাপড়কে বিদেশেও রপ্তানি করা যেতে পারে। আপনার মতামত জানান -