এখন পড়ছেন
হোম > রাজ্য > জগতাগাঁওতে বড় ভাঙ্গন বামফ্রণ্টে

জগতাগাঁওতে বড় ভাঙ্গন বামফ্রণ্টে

ক্রমশ ক্ষয় হচ্ছে বামফ্রণ্টে। কিছুতেই যেন আটকাচ্ছে না। এবার জগতাগাঁওতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী সমর্থক।রবিবার বিকেলে ইসলামপুরের একটি মাঠে সভা করে তৃণমূল কংগ্রেস। আর সেখানেই সিপিএমের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ তৃণমূলে যোগ দেন।জানা গেছে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সিপিএমের লক্ষ্মী সিংহ, পার্টি সদস্য হরসুন্দর সিংহ সহ কিছু পঞ্চায়েত সদস্য এই দলবদল করেন।এদের হাতে দলীয় পতাকা তুলে দেন পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি ও স্থানীয় বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। এদিন তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন জানান , সিপিএম থেকে অনেক নির্বাচিত সদস্য আমাদের দলে যোগদান করেছেন। এতে পঞ্চায়েত নির্বচনের আগে এই এলাকায় দল আরও শক্তিশালী হল। অবশ্য কর্মী সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এতটুকুও বিচলিত নন জানালেন সিপিএমের ইসলামপুর-২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক বাজিল আখতার। তিনি বলেন, ওঁরা আগে থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে আছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না। তবে এজটি সিপিআইএম বলুক যে খাঁটি হয় নি রাজনৈতিক মহলের ধারণা যে এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই পরবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!