এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সরকারের দেওয়া ৫০ হাজার টাকাই একদিন ৫০ লক্ষ হবে দাবি মুখ্যমন্ত্রীর

সরকারের দেওয়া ৫০ হাজার টাকাই একদিন ৫০ লক্ষ হবে দাবি মুখ্যমন্ত্রীর

বুধবার বাঁকুড়ায় এক প্রকাশ্য জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে তিনি বিরোধীদের এক হাত নেওয়া থেকে শুরু করে রাজ্যবাসীকে একের পর এক বার্তা দেন। তাঁর নেতৃত্ত্বে রাজ্য সরকার যে বঙ্গবাসীর উন্নতির লক্ষ্যেই কাজ করছেন সেকথাও জানান। আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,

১. রাজ্য সরকার আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আপনারা ফিরে আসুন, প্রাণনাশের আতঙ্ক নিয়ে রাজ্যের বাইরে পড়ে থাকার কোনও দরকার নেই
২. আমাদের সরকারের যেমন সামর্থ, তেমন কাজের ব্যবস্থা করব আমরা, মনে রাখবেন কোনও কাজই ছোট নয়
৩. প্রত্যেককে আমরা ৫০ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি, সেজন্য চেকক্যাম্পও আমরা তৈরি করছি
৪. ওই ৫০ হাজার টাকা হয়তো বিশাল কিছু নয়, কিন্তু ৫০ হাজার টাকাই একদিন ৫০ লক্ষ টাকা হবে
৫. মন দিয়ে ব্যবসা করুন, একটা চা দোকান থেকে শুরু করেই বড় ব্যবসায়ী হওয়া যায়
৬. কোনও কাজকেই ছোট করে দেখতে নেই, আমাকে কেউ যদি বলে বাসন মাজতে, আমি করতে রাজি আছি
৭. কেন ঘৃণা করব? কারণ আমিও বাসন মাজি, ঘর পরিষ্কার করি, নিজের কাজ নিজে করি, কোনও লজ্জা নেই নিজের কাজ নিজে করতে
৮. আমেরিকায় এক গ্লাস জলও কেউ গড়িয়ে দেয় না, নিজেকে গড়িয়ে খেতে হয়
৯. তাহলে এখানে কেন অপরের উপর নির্ভর করবেন, কোনও কাজকেই ছোট মনে করবেন না
১০. রাজ্যে আমাদের সরকার আসার পর ৮১ লক্ষ চাকরি দেওয়া হয়েছে, শুধু জঙ্গলমহলেই চাকরি পেয়েছে ৪০ হাজার মানুষ
১১. আমাকে কাজ করতে দিন আরও কর্মসংস্থান হবে, আমার উপর ভরসা রাখুন
১২. আমরা বড় বড় কথা বলি না, যা বলি তা করে দেখাই
১৩. আগের সরকারের মতো আমি ডুমুরের ফুল নই, আমি বারবার আপনাদের কাছে ছুটে আসি, আপনাদের সঙ্গে কথা বলি
১৪. আপনাদের যদি কোনও সমস্যা থাকে আমাকে শুধু ছোট্ট একটা চিরকূটে লিখে পাঠিয়ে দেবেন কিংবা আমার হাতে দেবেন – আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব
১৫. চিরকাল আপনারা পাশে পাবেন আমাকে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!