এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইশতেহারের বদলে সংকল্পপত্র কেন? রহস্য ফাঁস করলেন অমিত শাহ!

ইশতেহারের বদলে সংকল্পপত্র কেন? রহস্য ফাঁস করলেন অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বাংলা দখলের জন্য রীতিমত আদাজল খেয়ে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। একের পর এক সভা থেকে শুরু করে জনসংযোগ করে রীতিমত তৃণমূলকে চাপে ফেলে দিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর এবার ইশতেহার প্রকাশের দিক থেকেও ঘাসফুল শিবিরকে ব্যাকফুটে ফেলে দেওয়ার কৌশল নিল গেরুয়া শিবির। রবিবার বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। কিন্তু সেভাবে বিজেপির পক্ষ থেকে প্রকাশিত ইশতেহারকে “ইশতেহার” না বলে “সংকল্পপত্র” বলে দাবি করা হয়েছে।

কিন্তু হঠাৎ করে প্রতিটি রাজনৈতিক দল যেখানে “ইশতেহার” বলে তাদের প্রতিশ্রুতি মানুষের কাছে তুলে ধরছে, সেখানে কেন বিজেপির পক্ষ থেকে তাকে “সংকল্পপত্র” বলে তুলে ধরা হল! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তবে মঞ্চ থেকেই অবশ্য এর বিশদ ব্যাখ্যা করেছেন অমিত শাহ। যেখানে স্পষ্ট ভাষায় তিনি নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বিজেপি প্রতিশ্রুতি নয়। সংকল্পতে বিশ্বাস করে। তাই কথা দিয়ে কথা রাখবার জন্যই নির্বাচনী ইশতেহার না বলে গোটা পুস্তিকাকে “সংকল্পপত্র” বলা হয়েছে।

সূত্রের খবর, রবিবার বিজেপির পক্ষ থেকে এই ইশতেহার প্রকাশ করা হয়। যে ইশতেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই “সোনার বাংলা সংকল্প পত্র 2021” কে সামনে রেখে নানা প্রশ্ন তৈরি হয় রাজনৈতিক মহলে। কেন নির্বাচনী ইশতেহার না বলে এটাকে সংকল্পপত্র বলা হল? মঞ্চ থেকেই অবশ্য তার যুক্তি দেন অমিত শাহ। তিনি বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি পত্রে আমরা বিশ্বাস করি না। এটা সংকল্প পত্র। ক্ষমতায় এলে সংকল্পগুলো পূরণ করার কাজ করব। ইস্তেহারের ভিত্তিতেই সরকার চলবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, অমিত শাহ এই কথা বলে সূক্ষ্ম কৌশল প্রয়োগ করার চেষ্টা করলেন। কেননা বাংলায় একটি কথা আছে, “ভোট আসে, ভোট যায়। কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই পড়ে থাকে।” এক্ষেত্রে ভোটের আগে জনতার মন পেতে নেতারা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু সেটা ভোটের পরে আর বাস্তবায়ন হয় না। তাই সেই “প্রতিশ্রুতি” শব্দকে ভুলিয়ে দিতে “সংকল্পপত্র” শব্দটি প্রয়োগ করে অমিত শাহ মানুষের মন জয় করার চেষ্টা করলেন।

এ ক্ষেত্রে ভিন্ন শব্দ প্রয়োগের মধ্য দিয়ে সংকল্প করে বিজেপি সরকার গড়লে তাদের ইশতেহারে যে সমস্ত কথা তুলে ধরা হয়েছে, তা বাস্তবায়িত করা হবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি। স্বাভাবিক ভাবেই ইশতেহারের বদলে সংকল্পপত্র বলে বিজেপির ইশতেহার প্রকাশের দিক থেকে অন্যান্য দলকেও কিছুটা পেছনে ফেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!