এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়ের ফোন ট্যাপিংয়ের মামলা, কি রায় দিল আদালত?

মুকুল রায়ের ফোন ট্যাপিংয়ের মামলা, কি রায় দিল আদালত?

সারা বঙ্গদেশ তো বটেই প্রকারন্তরে সারা দেশের রাজনৈতিক মহলাজ তাকিয়ে ছিল দিল্লিতে ঘটে যাওয়া এক বিশেষ মামলার শুনানির দিকে। সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় অভিযোগ আনেন মানুষের মৌলিক অধিকার খর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাঁর চার-চারটি ফোন ট্যাপ করছে। শুধু তাঁর ফোনই নয়, কেউ রাজ্য সরকারের সামান্যতম বিরোধিতা করলেই তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। আর এই অভিযোগ জানিয়েই তিনি ক্ষান্ত হন নি, তিনি এই নিয়ে দিল্লিতে মামলাও করেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই মামলা গ্রহণ করে গত ২০ নভেম্বর কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক, রাজ্য সরকার এবং মুকুল রায়ের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এমটিএনএল এবং ভোডাফোনকে নোটিস পাঠায় দিল্লি হাইকোর্ট। ৭ ডিসেম্বরের মধ্যে এই মর্মে তাদের জবাব তলব করা হয়। আর ওই আড়িপাতা মামলায় আজ শুনানি ছিল দিল্লি হাইকোর্টে।
সেই মামলার শুনানিতে মুকুল রায়ের তোলা ফোনে আড়িপাতার (ট্যাপিং) অভিযোগ খারিজ করল দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, জমা পড়া নথিতে ফোন ট্যাপিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি। বিচারপতি ভিভু বাখরু সাফ বলেন, উপযু্ক্ত তথ্যপ্রমাণের অভাবেই মুকুল রায়ের দায়ের করা ফোন ট্যাপিংয়ের অভিযোগ খারিজ করে দেওয়া হল। তবে ভবিষ্যতে উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে মুকুল রায় চাইলে ফের আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও জানানো হয়েছে আদালতের তরফে। এইপ্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় মুকুল রায় জানিয়েছেন, হলফনামায় রাজ্য সরকার ‘মিথ্যে কথা’ বলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!