এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ের চালে আর আদালতের রায়ে বড় ধাক্কা শাসক শিবিরে

মুকুল রায়ের চালে আর আদালতের রায়ে বড় ধাক্কা শাসক শিবিরে


মুকুল রায়ের চালে আর আদালতের রায়ে বড় ধাক্কা শাসক শিবিরে। সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল কংগ্রেস ভাঙ্গানোর কাজে লেগে পড়েছিলেন একসময়ের তৃণমূলের অঘোষিত দুনম্বর হিসাবে স্বীকৃত মুকুল রায়। আর সেই কাজে বড় সাফল্য ছিল পাঁশকুড়ার ‘প্রাক্তন’ চেয়ারম্যান আনিসুর রহমানকে বিজেপিতে যোগদান করানো। কিছুদিন আগে হয়ে যাওয়া পুরভোটে পাঁশকুরায় মোট ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৭টি তৃণমূল দখল করে এবং ১টি ওয়ার্ড বিজেপি দখল করে। এরপর সংখ্যাগরিষ্ঠের ভোটে দলের ঠিক করে দেওয়া প্রার্থী নন্দ মিশ্রকে হারিয়ে দেন সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া আনিসুর রহমান, শপথ নেন পাঁশকুড়ার নতুন চেয়ারম্যান হিসাবে।
কিন্তু শপথ নেওয়ার কয়েক মুহূর্ত পরেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধা এবং দলবিরোধী কাজের অভিযোগে পাঁশকুড়া পৌরসভার সদ্য নিযুক্ত চেয়ারম্যান আনিসুর রহমানকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। পরে অনিসুর রহমানকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করায় মহাকুমা শাসকও পুরপ্রধানের দায়িত্ব ছাড়তে চিঠি দেন। আনিসুর রহমান এই চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতে যান, তাঁর পরিষ্কার দাবি ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী পুরপ্রধানকে এই ভাবে সরিয়ে দেওয়া অসাংবিধানিক। আজ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে এই মামলার শুনানি হয়, সেখানে বিচারপতি সুব্রত তালুকদার জানান মহকুমা শাসকের দেওয়া চিঠি খারিজ করা হচ্ছে, সম্পূর্ণ অন্ধকারে রেখে আনিসুর রহমানকে পদ থেকে সরানো যুক্তিযুক্ত নয়, ফলে নিজের জায়গায় বহাল থাকবেন তিনি। আর তারফলে কার্যত তৃণমূল পরিচালিত পুরসভার মাথায় থাকবেন বিজেপিতে যোগ দেওয়া আনিসুর রহমান, যা নিজেদের বড় সাফল্য হিসাবেই দেখছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!