এখন পড়ছেন
হোম > রাজ্য > পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর! হাঁফ ছেড়ে বাঁচলেন প্রশাসনিক করতে থেকে দলীয় নেতারা!

পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর! হাঁফ ছেড়ে বাঁচলেন প্রশাসনিক করতে থেকে দলীয় নেতারা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংকটের মধ্যেই উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আজ ২১ শে সেপ্টেম্বর সোমবার মুখ্যমন্ত্রীর শিলিগুড়ির উত্তর কন্যায় আসার কথা ছিল। স্থির হয়েছিল আগামীকাল ২২ শে সেপ্টেম্বর ও পরশু ২৩ শে সেপ্টেম্বর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হবে। করোনা সঙ্কটকালে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এই জেলা প্রশাসন ও রাজনৈতিক স্তরে ব্যাপক কর্ম তৎপরতা শুরু হয়।

মুখ্যমন্ত্রীর সফরের কথা শুনেই রুদ্ধস্বাস কাজ চলছিল প্রশাসনিক স্তরে। একের পর এক রিপোর্ট তৈরি করা হচ্ছিল। কোথাও যেন কোনো ভুল ত্রুটি না থাকে সে বিষয়ে বারবার করে লক্ষ করা হচ্ছিল। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শাসক দলের বিভিন্ন নেতারাও যথেষ্ট হবে শঙ্কিত ছিলেন। সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল দলের সাংগঠনিক দুর্বলতা ও অন্তর্দ্বন্দ্বের খবর শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। এই ব্যাপারগুলি নিয়ে মুখ্যমন্ত্রী জবাবদিহি চাইতে পারেন এমন একটা আশঙ্কা দলের নেতাদের মধ্যে ছিল। সম্প্রতি কলকাতার বৈঠকেও এরকম বিভিন্ন বিষয় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

অন্যদিকে চলতি বছরে ১০০ দিনের কাজে যথেষ্ট অগ্রগতি ঘটেছে কোচবিহার জেলা ও আলিপুরদুয়ার জেলার। ১০০ দিনের কাজের দেশের মধ্যে কোচবিহার সেরা বলে বিবেচিত হয়েছে। আবার কন্যাশ্রী প্রকল্পে আলিপুরদুয়ার জেলা রাজ্যের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে সরকারি প্রকল্পগুলি যতটা সম্ভব গুছিয়ে রাখতে পারা যায়, সেদিকেই দৃষ্টি ছিল প্রশাসনিক কর্তাদের। এই কারণেই স্বাস ফেলবার সময় ছিল না প্রশাসনিক কর্তাদের। ছুটির দিনেও বিভিন্ন দপ্তর খোলা রেখে বাড়তি কাজ চালিয়ে যাচ্ছিলেন সরকারি আধিকারিক ও কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই আবহে গতকাল রবিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো যে, মুখ্যমন্ত্রীর সফর কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে । জেলা প্রশাসনের কাছে এই খবর গতকাল পৌঁছানো মাত্রই, অনেকটা স্বস্তির নিঃস্বাস ফেললেন জেলা প্রশাসনের বেশ কিছু কর্তা। একই চিত্র দেখা গেলো এমন শাসক দলের বিভিন্ন নেতাদের মধ্যেও।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর পিছিয়ে যাওয়া সম্পর্কে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের জনৈক শীর্ষ কর্তা জানালেন, ” এর ফলে অর্ধসমাপ্ত থাকা সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে অতিরিক্ত আরও কিছুদিন সময় পাওয়া যাবে। আমরা আরও ভাল করে প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে পারব।” তবে, এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানালেন, ” মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

আবার কোচবিহার জেলা প্রশাসনের জনৈক শীর্ষকর্তা এ প্রসঙ্গে জানিয়েছেন, “ প্রশাসনিক বৈঠকের জন্য আমরা সব সময়ে প্রস্তুত।” অন্যদিকে এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, আগামী ২৮ শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!