এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব ব্যানার্জি! বিদ্রোহীর পাশে দাঁড়াতেই নতুন করে বাড়ছে জল্পনা

ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব ব্যানার্জি! বিদ্রোহীর পাশে দাঁড়াতেই নতুন করে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মন্ত্রী পদ থেকেই ইস্তফা দিতে রাজভবনের সামনে দাঁড়িয়ে আবেগ তাড়িত হয়ে গিয়েছিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর রাজীববাবু মন্ত্রীপদ ইস্তফা দেওয়ার সাথে সাথেই দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করতে শোনা গিয়েছিলো হাওড়া জেলার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর থেকেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে।

এদিকে বৈশালীদেবী দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করার পরেই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। যার পরই আলোড়ন শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। বৈশালী ডালমিয়াকে বহিস্কার করার সিদ্ধান্ত ঘোষণার পরই এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে ব্যাখ্যা করলেন সদ্য মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়া তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজীববাবুর এই ধরনের উক্তিকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বৈশালীদেবীর পাশে দাঁড়িয়ে তাহলে কি জল্পনা বাড়িয়ে দিতে চাইলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক? তাহলে কি হাওড়া জেলার রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালীদেবীর মত হেভিওয়েট জনপ্রতিনিধিরা এবার একজোট হয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন! সূত্রের খবর, শনিবার একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ডোমজুড়ে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বৈশালী ডালমিয়ার পক্ষ অবলম্বন করতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ডোমজুড়ের তৃণমূল বিধায়ক বলেন, “বৈশালী এমন কিছু বলেননি, যার জন্য দল থেকে তাকে বহিষ্কার করা যায়। গোটা ঘটনা দুর্ভাগ্যজনক।” স্বাভাবিকভাবেই রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর এমনিতেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তার মধ্যেই তৃণমূল বিধায়ককে বহিস্কার করা হলে দলের বিরুদ্ধে যেভাবে মন্তব্য করতে দেখা গেল তাকে, তাতে রাজীব বন্দ্যোপাধ্যায় বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।

একাংশ বলতে শুরু করেছেন, মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন, তার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে! আর তাই বিন্দুমাত্র চিন্তা না করে বৈশাখী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করার পরেই গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দলের বিড়ম্বনা বাড়িয়ে দিতে চাইলেন তিনি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকরা বলছেন, যদি রাজীব বন্দ্যোপাধ্যায় দলের সক্রিয় হয়ে ভবিষ্যতে তৃণমূলের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিতেন, তাহলে বহিস্কৃত তৃণমূল বিধায়কের পক্ষ অবলম্বন করতেন না।

এক্ষেত্রে তিনি তৃণমূল বিধায়কের পক্ষ অবলম্বন করে দলের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব পোষণ করার চেষ্টা করলেন। স্বাভাবিকভাবেই তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় স্থির করে নিয়েছেন যে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন! আর তাই বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করার সাথে সাথেই গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করতে দেখা গেল তাকে! অনেকে বলছেন, কি হবে, তা ভবিষ্যতেই দেখা যাবে।

কিন্তু পরিস্থিতি যে ক্রমশ ঘোরালো হয়ে উঠতে শুরু করেছে এবং তা যে তৃণমূলের কাছে বড় দুশ্চিন্তার কারণ, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করার পর যেভাবে তার পাশে গিয়ে দাঁড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তাতে তৃণমূল এখন রাজীববাবুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহন করে কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!