এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বড়োসড়ো বিপাকে হেভিওয়েট বিজেপি সাংসদ, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বড়োসড়ো বিপাকে হেভিওয়েট বিজেপি সাংসদ, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরসভার নির্বাচন মিটতেই এবার বড়োসড়ো বিপাকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ।  প্রসঙ্গত, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে এবার নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদের বিরুদ্ধে সমন জারি করেছেন বারাসাত দ্বিতীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী 14 ই ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আদালত সূত্রের খবর, 2019 এর লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী হলফনামায় অর্জুন সিং ভুল তথ্য দিয়েছেন।

এবং এই নিয়ে বারাসত আদালতে এ বছর 11 ই ফেব্রুয়ারি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে সোমনাথ শ্যাম জানিয়েছেন, অর্জুন সিং নির্বাচনী হলফনামায় যে তথ্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা। প্রসঙ্গত বিধায়ক জানিয়েছেন, অর্জুন সিং এর যাবতীয় সম্পত্তি এবং নিজের স্ত্রীর সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন হলফনামায়। সোমনাথ শ্যামের দাবি, অর্জুন সিং স্ত্রী হিসেবে যার নাম উল্লেখ করেছেন শুধু তিনি নয়, অর্জুন সিং এ আরো একজন স্ত্রী আছেন। অর্জুন সিং এর দ্বিতীয় স্ত্রীর নাম শ্রাবন্তী সিং। এবং তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছেন, যার নাম অভিরুপ সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও বেঙ্গালুরুর একটি সংস্থায় দু লক্ষ টাকার শেয়ার রয়েছে অর্জুন সিং এর বলে দাবি করেছেন জগদ্দল বিধানসভার বিধায়ক। একই সাথে এইসবের কোন তথ্য সাংসদ অর্জুন সিং নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। আর তারই পরিপ্রেক্ষিতে বারাসত আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিলে তা আইন অনুযায়ী গুরুতর অপরাধ। আর সেই অপরাধের পরিপ্রেক্ষিতেই আগামী শুনানিতে অর্জুন সিং কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, যদি অর্জুন সিং পরের শুনানিতে হাজির আনা দেন বারাসাত আদালতে। তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে এরাজ্যে গেরুয়া শিবির বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন, তাতে অর্জুন সিং এর ঘটনা গেরুয়া শিবিরের বিরম্বনা বাড়াবে বৈ কমাবে না। অন্যদিকে এখনো পর্যন্ত অর্জুন সিং এর কোনো প্রতিক্রিয়া এ ব্যাপারে পাওয়া যায়নি। আপাতত পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!