স্ত্রীর বিরুদ্ধে আরো মারাত্মক অভিযোগ নিয়ে এলেন শোভন চট্টোপাধ্যায় বিশেষ খবর রাজ্য December 13, 2017 রাজ্য-রাজনীতিতে এখন অন্যতম আলোচ্য বিষয় কলকাতার মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদের মামলা। শোভনবাবু নিজের স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক নিষ্ঠুরতা এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন আদালতের কাছে। তিনি জানিয়েছিলেন, টাকা নয়ছয় করার পাশাপাশি, রত্না দেবীর খরচের বহর গত কয়েক বছর এতটাই বেড়ে গিয়েছিল যে, তাঁর পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না, টাকার জন্য নানাভাবে তাঁকে স্ত্রী চাপ দিচ্ছিলেন। এরসঙ্গে শোভনবাবু আরো একটি অভিযোগ জুড়ে দিয়েছেন, যা সামনে আসায় হইচই পরে গেছে রাজনৈতিক মহলে। কলকাতার মেয়র অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীর এক ‘বিশেষ ব্যক্তির’ সঙ্গে অত্যন্ত ‘সুসম্পর্ক’ রয়েছে এবং রত্নাদেবী ওই ব্যক্তির সঙ্গে একাধিকবার বিদেশ ভ্রমন করেছেন। প্রসঙ্গত আদালত শোভনবাবুর এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি গ্রহণ করেছে এবং তার শুনানি আছে আজ। রত্নাদেবী এইসব চোখা চোখা অভিযোগের কি উত্তর দেন সেইদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, রত্নাদেবী এক এক করে শোভন চট্টোপাধ্যায়ের তোলা সব অভিযোগ খন্ডন করার জন্য রীতিমত তথ্যপ্রমাণ জোগাড় করছেন। এখন দেখার মেয়র ও মেয়র-পত্নীর এই বিবাহবিচ্ছেদ মামলা শেষপর্যন্ত কোনদিকে মোড় নেয়। আপনার মতামত জানান -