এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল প্রার্থীকে মারধর, রণক্ষেত্র এলাকা!

তৃণমূল প্রার্থীকে মারধর, রণক্ষেত্র এলাকা!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এতদিন যে কোনো নির্বাচনে বিরোধী পক্ষ থেকে মূল অভিযোগ তোলা হত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেখানে তৃনমূলের কর্মী-সমর্থকরা বিরোধীদের এজেন্ট বসতে দিচ্ছে না বলে অভিযোগ তুলত বিরোধী রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, ভোটের আগে কর্মী-সমর্থকদের ভয় দেখানো থেকে শুরু করে একাধিক অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা যেত বিরোধী নেতাদের। কিন্তু এবারের নির্বাচন যেন কিছুটা আলাদা। 2021 এ রাজ্যের ক্ষমতা কারা দখল করবে, সেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সব দলের মধ্যে।

বিভিন্ন জায়গায় কখনও বিজেপির বিরুদ্ধে, আবার কখনও বা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। আজ পাঁচটি জেলার 31 টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। আর এবার খানাকুলের তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করেছিল। যেখানে খানাকুলের একটি বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সেখানকার তৃণমূল প্রার্থী নাজিমুল করিম। অভিযোগ, সেখানে তৃণমূল প্রার্থীকে মারধর করা হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেভাবে শাসক দলের প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বিরোধীদলের বিরুদ্ধে, তাতে রীতিমত সরগরম হয়ে উঠেছে এলাকা। তৃণমূলের অভিযোগ, বিজেপি এলাকা অশান্ত করতে এই ধরনের সন্ত্রাস তৈরি চেষ্টা করছে। দলীয় প্রার্থীকে মারধর করা হয়েছে। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এখানে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছিল। কিন্তু তৃণমূল প্রার্থী এসে অশান্তি সৃষ্টি করেছে।

তবে বর্তমানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে বলে খবর। তবে যে যাই বলুন না কেন, এতদিন যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো নির্বাচনে বিরোধী পক্ষ থেকে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠত, সেখানে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল প্রার্থী থেকে শুরু করে কর্মী-সমর্থকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে বিরোধী দলের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই রাজ্যের বিরোধী দল যে দিনকে দিন শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!