সবং উপনির্বাচন ফলাফল: দ্বিতীয় রাউন্ডের শেষে কি হল? বিশেষ খবর রাজ্য December 24, 2017 মোট ১৬ রাউন্ডের গণনা হবে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ৩৭৮৬ ভোটে এগিয়ে, ১০,৮৩১ টি ভোট পেয়েছেন তিনি দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ৭,০৪৫ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ৫,৮৮২ প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ২৬০০ ভোটে এগিয়ে দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল আপনার মতামত জানান -