এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে অব্যাহত করোনার দ্বিতীয় ঢেউ, গত ২৪ ঘন্টায় আবারও ভয়াবহ সংক্রমণ

দেশজুড়ে অব্যাহত করোনার দ্বিতীয় ঢেউ, গত ২৪ ঘন্টায় আবারও ভয়াবহ সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। কিছুদিন ধরেই যা ২ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। দৈনিক করোনার সংক্রমণ গতকাল পৌঁছে গিয়েছিল প্রায় পৌনে ৩ লক্ষে। গত ২৪ ঘন্টায় তা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৮০০ জন মানুষের মৃত্যু ঘটেছে করোনাতে। যা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ডাক্তার ও বিশেষজ্ঞদের কপালে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭৬১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের মোট ১,৫৪,৭৬১ জন করোনা মুক্ত হলেন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনার এই লাগামছাড়া সংক্রমণে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল দিল্লিতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এখন থেকে খোলা বাজারেও পাওয়া যাবে করোনার ভ্যাকসিন।

করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলি মোট উৎপাদনের ৫০ % ভ্যাকসিন খোলাবাজারে ও রাজ্যগুলিকে বিক্রয় করতে পারবে। করোনার ভ্যাকসিন, অক্সিজেন চেয়ে গত রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গতকালই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তীব্র করোনা সংক্রমণকালে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!