এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আজকের তারিখ লিখে রাখুন। আগামী তিন মাসের মধ্যে গোয়ায় সরকার গড়বে তৃণমূল।”-চ্যালেঞ্জ অভিষেকের

“আজকের তারিখ লিখে রাখুন। আগামী তিন মাসের মধ্যে গোয়ায় সরকার গড়বে তৃণমূল।”-চ্যালেঞ্জ অভিষেকের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – উপনির্বাচনের প্রচারে বেরিয়ে গোসাবার জনসভা থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, বিজেপিকে একমাত্র রুখে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। এরপর বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে তিনি জানালেন যে, আজকের দিনের তারিখ লিখে রাখতে। আগামী তিন মাসের মধ্যে গোয়াতে সরকার গঠন করবে তৃণমূল। আর দেড় বছর পর ত্রিপুরাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হবে। বিপ্লব দেবের যত ক্ষমতা রয়েছে, তা কাজে লাগান তিনি। ত্রিপুরায় তিনি যাবেনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও আদর্শকে সামনে রেখে লড়বেন তিনি। ত্রিপুরাতেও তৃণমূল সরকার হবে। বিজেপির ক্ষমতা থাকলে আটকে দেখাক।

কয়লা কাণ্ডের তদন্তে তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি জানালেন যে, অন্য দলগুলোকে বিজেপি চমকে রেখেছে। তাঁকে ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁকে যদি ৫০০০ ঘণ্টা ধরেও জিজ্ঞাসাবাদ করা হয়, যদি তার গলা কেটেও দেয়া হয়, তবুও জয়বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান বের হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সামনের বছরের শুরুতে যে পাঁচটি রাজ্যে ভোট রয়েছে, তার মধ্যে অন্যতম হলো গোয়া। গোয়াতে সরকার গঠন করবে তৃণমূলই। গতকাল ত্রিপুরায় তৃণমূল সাংসদের ওপরে হামলা প্রসঙ্গে তিনি জানালেন যে, বিজেপি ভয় পেয়ে গেছে। সে কারণেই এরকম হামলা চালাচ্ছে। কিন্তু এভাবে তৃণমূলকে আটকে রাখা যাবে না। তিনি ত্রিপুরায় যাবেনই। যে সমস্ত রাজ্যে বিজেপি গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে, সেখানেই যাবে তৃণমূল।

গোসাবার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানালেন, সুব্রত মন্ডলকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হলেও, এখানে আসল প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তিনি বলেছিলেন, বহিরাগতদের বিদায় করে দিতে। বাংলা নিজের মেয়েকেই চায়। আর এবার তিনি বলছেন যে, বহিরাগতদের বিদায় করে দিতে। গোসাবা নিজের ছেলেকেই চায়। মানুষের কাছে তিনি আর্জি জানালেন, উপনির্বাচনে গোসাবার প্রতিটি অঞ্চল থেকে জেতানো হোক তৃণমূলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!