এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাতে টাকা আসছে না, কাটমানি পাচ্ছেন না, তাই ক্ষোভ মুখ্যমন্ত্রীর – চূড়ান্ত আক্রমন দিলীপের!

হাতে টাকা আসছে না, কাটমানি পাচ্ছেন না, তাই ক্ষোভ মুখ্যমন্ত্রীর – চূড়ান্ত আক্রমন দিলীপের!


করোনার মত ভয়াবহ মারণ ভাইরাসকে মোকাবিলা করতে গিয়েও বারবার পশ্চিমবঙ্গ সরকার বনাম কেন্দ্রীয় সরকারের দ্বৈরথ লক্ষ্য করা গেছে। বিভিন্ন বিষয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জানাতেও দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা মন্ত্রীরাও বারবার কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন। অন্যদিকে কেন্দ্রের শাসক দল তথা বাংলার বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতারা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

যার ফলে করোনার মত ভয়াবহ ভাইরাসকে মোকাবিলা করা তো দূর অস্ত, উল্টে রাজনৈতিক কচকচানি প্রত্যক্ষ করেছে বাংলা। তবে একদিকে করোনাকে মোকাবিলা এবং অন্যদিকে দীর্ঘদিন লকডাউন চলার ফলে এখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিপন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এমত অবস্থায় সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্যাকেজ ঘোষণার সাথে সাথেই রীতিমতো নানা মহলে আশার আলো তৈরি হয়। তবে মঙ্গলবার পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দিলেও, বুধবার এই ব্যাপারে মুখ খুলে তার চরম বিরোধিতা করতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন, এটা কুড়ি লক্ষ টাকার প্যাকেজ নয় এটা 10 লক্ষ কোটি রকম প্যাকেজ! কেন্দ্র রাজ্যগুলোতে টাকা দেয়নি। এটা আসলে অশ্ব ডিম্ব। আইওয়াশ। মানুষকে ধোকা দেওয়া।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানান, “মানি ট্রান্সফারের কোনো কথা বলা হয়নি। পাবলিক স্পেন্ডিং বাড়ানো হয়নি। রাজ্যগুলোকে সাহায্যের কথা বলা হয়নি। কর্মসংস্থানের কোনো কথা বলেনি কেন্দ্রীয় সরকার।” আর কেন্দ্রের পক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা প্যাকেজ ঘোষণার পরেও যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতায় সরব হয়েছেন, তা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতা নিয়েই এবার প্রশ্ন তুলতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।

যেখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেন তা নিয়ে প্রশ্ন তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেন, “আসলে ওনার হাতে টাকা আসছে না। কাটমানির টাকা পাচ্ছেন না। সেইজন্যই উনি ক্ষোভ প্রকাশ করছেন।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার পর এবার দিলীপ ঘোষের পাল্টা মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে যে প্রশ্ন উত্থাপনের ঘটনা ঘটল, তা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী তরজাকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মত বিশেষজ্ঞদের।

এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই কর্মসূচির বিরোধিতা করলে দিলীপ ঘোষ আরও বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভিযোগ। ওনার খালি টাকা চাই। অন্য কোনো রাজ্য এমন করেনি।” সব মিলিয়ে এবার করোনা ভয়াবহতার মাঝে কেন্দ্রের কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খণ্ডন করে দিলীপ ঘোষের বক্তব্য রীতিমতো শোরগোল তুলে দিল রাজনৈতিক মহলে। ফলে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দিলীপ ঘোষের বক্তব্যের পরিপেক্ষিতে বাংলার রাজনৈতিক তরজা কতটা বৃদ্ধি পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!