এখন পড়ছেন
হোম > জাতীয় > ১৪ মহারথীর সঙ্গে রুদ্ধদ্বার ম্যারাথন বৈঠকে বিধানসভার নীল নকশা সাজিয়ে নিলেন কৈলাশ বিজয়বর্গীয়?

১৪ মহারথীর সঙ্গে রুদ্ধদ্বার ম্যারাথন বৈঠকে বিধানসভার নীল নকশা সাজিয়ে নিলেন কৈলাশ বিজয়বর্গীয়?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা ভোটে রাজ্য জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। চলতি মাসে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এরপর থেকেই বাংলা দখলের দিকে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে শুরু করেছে বিজেপি। আজ কলকাতার এক বিলাসবহুল হোটেলে বৈঠক করলেন ১৪ জন বিজেপি সাংসদকে নিয়ে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। যেখানে আগামী নির্বাচনের নীল নকশা তৈরী করলেন তিনি।

আজ কলকাতার এক বিলাসবহূল হোটেলে এক রুদ্ধদ্বার বৈঠক চলল বিজেপির। এই বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়, ১৪ জন বিজেপি সাংসদ উপস্থিত ছিলেন।তাঁরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, রন্তিদেব সেনগুপ্ত, সুভাষ সরকার, অসীম ঘোষ প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এই রুদ্ধদ্বার বৈঠকে মমতা বিরোধী ভোটের চেয়েও, বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্ক বৃদ্ধির ওপরে জোর দেয়া হলো।

আগামী বিধানসভা নির্বাচনে আসতে আর বেশি দেরি নেই। তাই সময় নষ্ট না করে দ্রুত ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাই নির্বাচনের আগে কয়েক মাস পূর্বেই ৫ জন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিজেপি নেতাকে রাজ্যের বিভিন্ন জেলার পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। এর মধ্যেই বিজেপি নির্বাচনী ইস্তাহার তৈরীর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। আজকের এই বৈঠকে বিজেপির কাছে আসা রাজ্যের অ্যাসেসমেন্ট পেপার’ অর্থাৎ, রাজ্যের কোথায় মানুষের কি ক্ষোভ, আশা বা চাহিদা রয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের এই বৈঠকে প্রাথমিক আলোচনা চলল, মমতা বিরোধি ভোট, নাকি বিজেপির নিজস্ব সমর্থন? কার ওপর ভর করে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাফল্য লাভ করা সম্ভব হবে? অন্যদিকে ‘দিদিকে বল’, ‘মার্ক ইয়োরসেল্ফ’, ‘সেভ ফ্রম বিজেপি’ ইত্যাদি একাধিক প্লাটফর্ম তৈরী করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের হয়ে প্রচার চালাচ্ছেন প্রশান্ত কিশোর। এর পাল্টা পরিকল্পনা নিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হলো যে, ‘আমাদের দিলীপদা’ ওয়েবসাইটে গিয়ে সরাসরি সমস্যার কথা বলা যাবে। মানুষের সমস্যার কথা শুনবে বিজেপি। আবার এই প্ল্যাটফর্মকে প্রচারের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হবে।

আবার, কংগ্রেস, বাম, তৃণমূলের মত দল বিজেপিকে বারবার সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন, কিছু বিজেপি নেতাকে কটাক্ষও করেছেন। এই সমস্ত কিছুর বিরুদ্ধ প্রচারকে ঠেকিয়ে রেখে সামনে এগিয়ে আসার পরিকল্পনা নিল বিজেপি। রাজ্যর নতুন নতুন ভোটারদের মন জয় করার পরিকল্পনা নিল বিজেপি। রাজ্যে নতুন শিল্প, আশার আলো দেখিয়ে মানুষের মনজয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। এই সমস্ত কিছু নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বাংলা জয়ের রূপরেখা নির্ধারণ করলেন কৈলাস বিজয়বর্গীয়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!