এখন পড়ছেন
হোম > রাজ্য > নিজের দপ্তরেরই ‘স্পেশাল অফিসার’ হয়ে কয়েক লক্ষ টাকা অতিরিক্ত ভাতা, বিতর্কে মন্ত্রী

নিজের দপ্তরেরই ‘স্পেশাল অফিসার’ হয়ে কয়েক লক্ষ টাকা অতিরিক্ত ভাতা, বিতর্কে মন্ত্রী

মন্ত্রী এবং স্পেশাল অফিসার একইসঙ্গে দুটি পদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্কে জড়ালেন রাজ্যের সমবায় দফতরের মন্ত্রী ও হাওড়ার তৃণমূল সভাপতি অরূপ রায়। চলতি মাসেই তাকে সমবায় দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড বা বেনফেড এর স্পেশাল অফিসার পদে নিয়োগ করা হয়েছে। এরজন্য নিজের দফতর থেকে আলাদা একটা ভাতা পাবেন তিনি।  এখন প্রশ্ন হল রাজ্যের কোনো এক পূর্ণমন্ত্রী কেনই বা নিজের অধীনে এক সমবায়ের বিশেষ অফিসারের দায়িত্ব নিলেন? বক্তব্য অরূপবাবু জানান বেনফেড একটি বড় সংস্থা যেটি সারা রাজ্য থেকে ধান সংগ্রহ করে। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ২৫০০ টি সমবায়।প্রচুর সম্পত্তির সঙ্গে নানাধরনের কাজ রয়েছে বেনফেডের। মন্ত্রী বলেন,” বেনফেডকে লাভজনক করতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে।  তা বাস্তবায়িত করতেই আমি এই দায়িত্ব নিয়েছি,”অন্যদিকে দফতরের অফিসাররা জানান মন্ত্রীর পদমর্যাদার সঙ্গে কখনোই খাপ খায়না স্পেশাল অফিসারের পদটি। কারণ এটি নীচের স্তরের পোস্ট। মন্ত্রী যা চাইবেন সচিব মারফত স্পেশাল অফিসারকে নির্দেশ দিলেই হবে শুধু। গোটা দফতরের কাজ যিনি সামলাচ্ছেন তিনি বিশেষ অফিসার হয়ে নতুন কী করবেন সেটাই দেখার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সমবায় দফতর সূত্রের খবর থেকে জানা গেছে রাজ্যের প্রায় ২৬ হাজার সমবায় এর মধ্যে মত্‍স্য, বস্ত্র, পশুপালন দফতরের সরাসরি অধীনে কিছু সমবায় রয়েছে। প্রতিটি সমবায়ে ৫ বছর অন্তর যে নিজস্ব পরিচালন কমিটি তৈরি হয় তার নির্বাচিত  কমিটিই সমবায় চালায়। প্রায় ১২০টি সমবায়ে বেশ কয়েক বছর ধরে সেই নির্বাচন বন্ধ রয়েছে।নির্বাচন না-হলে সেখানে বিশেষ অফিসার নিয়োগ করার নিয়মও রয়েছে। নিয়ম অনুযায়ী কোনও সরকারি অফিসারকেই সেই বিশেষ অফিসার করা হয়। বিশেষ অফিসারের দায়িত্ব থাকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। সরকারি অফিসার স্পেশ্যাল অফিসার হলে তিনি তার জন্য আলাদা কোনও ভাতা পান না। কিন্তু সরকারি অফিসার ছাড়া অন্য কাউকে ওই পদে বসালে তাঁকে প্রতি মাসে ভাতা দেওয়ার রেওয়াজ আছে।  এভাবে ৮ জন বাইরের লোককে বিশেষ অফিসার নিয়োগ করা হয়েছে এবং তাঁদের ভাতা বাবদ মাসে কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে। এ বার সেই ভাতা পাবেন সমবায়মন্ত্রী অরূপ রায়।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!