এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের ওয়ার্ড নিয়েই উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রীর। বারবার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন

নিজের ওয়ার্ড নিয়েই উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রীর। বারবার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজের ওয়ার্ড নিয়ে উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রীর। কলকাতা পুরসভার ৭৩,৭৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলিপুর মহিলা জেলে বিষাক্ত জল খেয়ে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। পানীয় জলের বিষক্রিয়া থেকে ডায়রিয়ার প্রকোপে পড়ছেন বহু এলাকাবাসী। গত ২৪ ঘন্টায় আরও ৬ জন এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

পানীয় জলে এই দূষণ দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। খোদ মুখ্যমন্ত্রী হলেন ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রশাসন নানাভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। খতিয়ে দেখা হচ্ছে জলে বিষক্রিয়ার কারণ। জলের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। গত ২৪ ঘন্টায় এই দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছে দুজন শিশু ও চারজন মহিলা। মহিলা জেলে এই জল খেয়ে এখনও পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে ১২ জন। চলছে তাদের চিকিৎসা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই জল পান করে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু ঘটেছে। যার মধ্যে একজন হলো শিশু। এছাড়া জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৫৫ জন বাসিন্দা, আক্রান্ত হয়েছেন তারা ডায়রিয়াতে। তাদের কাউকে হাসপাতালে ভর্তি করে, কাউকে বাড়িতে রেখে চিকিৎসা করা হচ্ছে। ডায়রিয়া হবার ভয় থেকে অনেকেই এই জল মুখে দিচ্ছেন না। তবে, পুরসভার জনৈক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন যে, মহিলা সংশোধনাগারের বন্দীদের হ্যালোজিন ট্যাবলেট ও ৫০০ ওআরএস ইতিমধ্যেই দেয়া হয়েছে। আবার পাম্প করে দূষিত জল বের করে ফেলা হয়েছে।

পুরসভার পক্ষ থেকে দাবিও করা হয়েছে যে, এখন আর এই সমস্যা নেই, সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আতঙ্ক, ক্ষোভ কমছে না স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, পুরসভার জলে এখনো পর্যন্ত রয়েছে দুর্গন্ধ, তাই এই জল খাবার সাহস দেখাচ্ছেন না তারা। পয়সা দিয়ে জল কিনে খেতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। এই ঘটনা নির্বাচনের আগে উদ্বেগ বাড়িয়েছে শাসকদলের। ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!