এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার দিকে নজর রেখে কাল থেকে বঙ্গবাসীর জন্য অভিনব উপহারের ডালি নিয়ে হাজির হচ্ছেন মমতা!

বিধানসভার দিকে নজর রেখে কাল থেকে বঙ্গবাসীর জন্য অভিনব উপহারের ডালি নিয়ে হাজির হচ্ছেন মমতা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করতে শোনা গিয়েছিল একাধিক কর্মসূচির। সেখানে ওইসব কর্মসূচির মধ্যে তিনি ঘোষণা করেছিলেন যে, ১লা ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার যাবে। আর এই কর্মসূচিকে ‘দুয়ারে সরকার’ নাম দেওয়া হয় বলেও জানা যায়। এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে যাঁরা এখনও কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তাঁরা সেখানে গেলে সুবিধা পেয়ে যাবেন।

তবে এরই মধ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ভোট টানতেও অনেকটাই কার্যকরী হবে বলেই মনে করেছিলেন বিশ্লেষকেরা। তবে এরইমধ্যে জানা গেছে, ‘দুয়ারে সরকার’ এই কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই কর্মসূচিতে গ্রামে গিয়ে ক্যাম্প করে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে গ্রামবাসীদের অবগত করা হবে।

আর এই ব্যাপারে ইতিমধ্যেই মুখ্যসচিবের স্বাক্ষর করা নির্দেশিকা জারি হয়ে গেছে বলেও জানা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, এই কর্মসূচি চারটি পর্যায়ের হবে। যায় মধ্যে প্রথমটি চলবে ১লা থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয়টি ১৫ থেকে ২৪শে ডিসেম্বর, তৃতীয় পর্যায়ে ২রা থেকে ১২ই জানুয়ারি এবং চতুর্থটি হবে ১৮ থেকে ২৮শে জানুয়ারি। উত্তরবঙ্গের পর এবার পুরুলিয়ায় সেই কর্মসূচি শুরু হওয়ার কথা জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার এই নিয়ে বৈঠক করতে দেখা গেছে জেলা প্রশাসনিক ভবনে বিডিও, মহকুমাশাসক ও অতিরিক্ত জেলাশাসক এবং জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে। জানা গেছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের শিবিরেই ব্লকের একজন সম্প্রসারণ আধিকারিক থাকবেন। এছাড়া প্রত্যেক মহকুমায় মহকুমাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসকরাও এই কর্মসূচির তদারকি করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে যে ১২ টি প্রকল্পের পরিষেবা মিলবে তার মধ্যে থাকবে, খাদ্য ও সরবরাহ দপ্তরের খাদ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্যসাথী, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের জাতিগত শংসাপত্র ও শিক্ষাশ্রী, আদিবাসী উন্নয়ন বিভাগের জয় জোহার, অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের তফসিলি বন্ধু, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের কন্যাশ্রী, রূপশ্রী, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঐক্যশ্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের একশো দিনের কাজ।

এছাড়া কৃষি দপ্তরের কৃষক বন্ধু এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিউটেশন। আর এই কাজের জন্য গ্রাম পঞ্চায়েত এলাকা, স্কুল-কলেজ ভবন, কমিউনিটি হল-সহ সরকারের সুবিধামত প্রতিষ্ঠানে কাজ করা হবে। সেইসঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মেনেই এই শিবিরের আয়োজন করা হবে বলেও জানা গেছে। সেইসঙ্গে প্রত্যেকটি প্রকল্পের জন্য পৃথক ঘর বা কাউন্টার থাকবে।

সেখানে বঞ্চনা বা অভিযোগের কথাও নির্দিষ্ট বয়ানে লিখে দেওয়ার সুযোগ থাকবে বলে জানা গেছে। আর এই কাজ করার জন্য ড্রপ বক্স থাকবে বলেও জানান হয়েছে। আর সেখানেই পঞ্চায়েতের কর্মীরা আবেদনপত্র সংগ্রহ করে পরিষেবা দেবেন বলেও জানান হয়েছে। এছাড়া সাধারণের নানা সমস্যার সমস্যার কথা শোনার জন্যও আলাদা ঘর থাকবে। সেখানে বিডিও এবং ওসি থাকবেন বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!