এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভা উপনির্বাচন ঘিরে প্রস্তুতি বিজেপির, জেনে নিন বিস্তারিত

বিধানসভা উপনির্বাচন ঘিরে প্রস্তুতি বিজেপির, জেনে নিন বিস্তারিত


 

গত লোকসভা নির্বাচনে সারা উত্তরবঙ্গ জুড়ে তৃণমূলের ভরাডুবি হয়েছে। যেখানে বিজেপি’র উত্থানে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে সম্প্রতি রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তিনটিতেই পর্যুদস্ত হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের।

উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান বিজেপি প্রার্থী। যার ফলে উত্তরবঙ্গে বিজেপির ভোটব্যাংকে ভাটা পড়ে বলে দাবি করে রাজনৈতিক মহল। তবে এবার ফালাকাটা বিধানসভার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যুর পর সেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করল গেরুয়া শিবির।

সূত্রের খবর, জানুয়ারি মাসের শুরুতেই ফালাকাটায় বিজেপির কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিজেপি তাদের নির্বাচনী রণকৌশল বৈঠক করবে। তবে নির্বাচনী রণকৌশল বৈঠকের আগে চুপচাপ ঘরে বসে থাকতে নারাজ ভারতীয় জনতা পার্টির নেতারা। আর তাইতো এখন থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তারা। তৃণমূলের দখলে থাকা এই কেন্দ্র যাতে নিজেদের দখলে নিয়ে আসা যায়, তার জন্য বিজেপি এবার মরিয়া হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা না হলেও, প্রার্থী হিসেবে চারজনের নামের একটি তালিকা রাজ্যে পাঠিয়ে দিয়েছে জেলা নেতৃত্ব। বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের পর বিজেপি হাওয়া উড়ে গিয়েছে বলে দাবি করছে একাংশ। আর তাই এই পরিস্থিতিতে তৃণমূল যাতে বাড়তি অক্সিজেন না পায়, তার জন্য বিধানসভা নির্বাচনের আগে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে সাফল্য পেয়ে তৃণমূলকে দমাতে চাইছে বিজেপি নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “জানুয়ারি মাসের শুরুতেই দলের কেন্দ্রীয় নেতা ফালাকাটাতে আসবেন। তার সঙ্গে বৈঠক করে ফালাকাটা উপনির্বাচনে দলের রণকৌশল কী হবে, তা ঠিক করা হবে। তার আগে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ করবেন।” তবে বিজেপি ফালাকাটা বিধানসভা কেন্দ্র দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ী হলেও, তৃণমূল তাতে গুরুত্ব দিতে নারাজ।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “গোটা দেশের সঙ্গে এই রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করেছেন। একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং রাজ্যের তিনটি উপনির্বাচনের ফল তাই প্রমাণ করে। ফলে বিজেপি নেতারা যতই প্রস্তুতি নিন, উপনির্বাচনে ফালাকাটার মানুষ তাদের যোগ্য জবাব দেবে।” তবে তৃণমূল নেতৃত্ব যাই বলুক না কেন, যেভাবে ফালাকাটা বিধানসভা দখল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি, তাতে ফালাকাটা নির্বাচনী প্রচারে বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!