এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পুলিশের যদি ত্রুটি হয়ে যায়” রাজ্যের হয়ে এই ইস্যুতে ব্যাটিং করলেন কুনাল!

“পুলিশের যদি ত্রুটি হয়ে যায়” রাজ্যের হয়ে এই ইস্যুতে ব্যাটিং করলেন কুনাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। দীর্ঘদিন ধরে এই ঘটনার ফলে অত্যন্ত চাপে পড়ে গিয়েছে প্রশাসন। আর এই পরিস্থিতিতে আদালতের পক্ষ থেকেও আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। তবে এবার গোটা বিষয়ে রাজ্যের হয়ে ব্যাটিং করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন কুনাল ঘোষ। আর সেখানেই তাকে আনিস খানের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “আদালতের বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে এত বড় একটা সরকার, এত বড় সিস্টেম, এত জন পুলিশ কর্মী। বহু ক্ষেত্রে দেখা যায়, নিজেদের জীবন বিপন্ন করে পুলিশ মানুষকে বাঁচান। আবার পুলিশের যদি কোনো ত্রুটি হয়ে যায়, সরকার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে যথাযথভাবে সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছে।” স্বভাবতই কুণাল ঘোষ যে রাজ্য প্রশাসনের গাফিলতিকে কিছুটা হলেও ঢাকার চেষ্টা করলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!