এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির দ্বন্দ্ব নিয়ে চিন্তিত নয় তৃণমূল, বড় দাবি এই হেভিওয়েটের!

বিজেপির দ্বন্দ্ব নিয়ে চিন্তিত নয় তৃণমূল, বড় দাবি এই হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে অর্জুন সিংহকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তার মন্তব্য কার্যত তৃণমূলকে বাড়তি মাইলেজ পাইয়ে দেবে বলেই মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে অর্জুন সিংহ খুব দ্রুত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে পারেন বলেও গুঞ্জন তৈরি হয়েছে। তবে গোটা বিষয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে আনলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যেখানে তৃণমূলের এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর মতো পরিস্থিতি নেই বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কুণাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “এটুকু শুধু বলা যায়, বিজেপিতে অনেকের দমবন্ধ। বিজেপিতে থাকলে নাকি কাজ করা যাচ্ছে না। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। তবে তাদের নিয়ে মাথা ঘামানোর পরিস্থিতি তৃণমূলের এখনও হয়নি।”

বিশেষজ্ঞদের মতে, অর্জুন সিংহ সহ একাধিক বিজেপি নেতা দলবদল করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে এই সমস্ত কিছুর পেছনে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং তা নিয়ে যে তৃণমূল মোটেই বিচলিত নয়, তা স্পষ্ট করে দিলেন কুনাল ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!