এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আসল জিনিস তো ধরা পড়ে যাবে” পঞ্চায়েতের গননা নিয়ে বিস্ফোরক সুকান্ত!

“আসল জিনিস তো ধরা পড়ে যাবে” পঞ্চায়েতের গননা নিয়ে বিস্ফোরক সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ হিংসা হয়েছে রাজ্যে, তাতে সমালোচনার শেষ নেই। শুধু নির্বাচনে নয়, শেষ পর্যন্ত গণনা কেন্দ্রেও কারচুপি করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করার হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি নিজের সংসদীয় কেন্দ্র বালুরঘাট কলেজে গণনা কেন্দ্রের সিসিটিভি উধাও হয়ে যাওয়া নিয়ে একটি এফআইআর দায়ের করেছেন স্থানীয় বিডিও।

আর তারপর থেকেই প্রশ্ন তুলছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন থেকে গণনা কেন্দ্রে কারচুপি করার অভিযোগ আসছে শাসকদলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। তার দাবি, সিসিটিভি উধাও হয়েছে বলে বিডিওকে এফআইআর করতে হয়েছে। তার কারণ, আসল জিনিস সেই সিসিটিভিতে ধরা পড়ে যাবে। তাই এই ধরনের কথা বলা হচ্ছে।

প্রসঙ্গত, এদিন বারুইপুরের গণনা কেন্দ্রের একটি ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “সর্বত্র এই এক জিনিস হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, বিডিও সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না বলে এফআইআর করছেন। তার মানে কি! সিসিটিভিতে আসল জিনিস ধরা পড়ে যাবে। তাই এখন বাঁচতে এই ধরনের কথা বলা হচ্ছে।”

তবে বিজেপির রাজ্য সভাপতি এই কথা বললেও, তাকে গুরুত্ব দিতে নারাজ শাসক দলের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে সমর্থন করেছেন। আর তাতেই ভয় পেয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। নিজের এলাকার পাশের পঞ্চায়েতটুকু তিনি দখল করতে পারেননি। তাই ড্যামেজ কন্ট্রোল করতে এখন গণনা কেন্দ্রে কারচুপির কথা বলে মুখ রক্ষার চেষ্টা করছেন সুকান্তবাবু।

বলা বাহুল্য, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তো ছিলই। আর এবার নতুন করে গণনা কেন্দ্রেও কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে। বিভিন্ন জেলা থেকে সেই একই অভিযোগ পৌঁছাচ্ছে বিজেপির রাজ্য সভাপতির কাছে। যার কারণে গোটা বিষয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!