এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “বেকার ছেলে আর বেকার ভাইপো নিয়ে লড়াই” বিরোধী জোটের বৈঠকের আগেই অস্বস্তি বাড়ালেন হেভিওয়েট!

“বেকার ছেলে আর বেকার ভাইপো নিয়ে লড়াই” বিরোধী জোটের বৈঠকের আগেই অস্বস্তি বাড়ালেন হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যে করেই হোক ২০২৪ সালে বিজেপিকে সরাতে হবে, আর সেই কারণে আবার নতুন করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে শুরু করেছে। বেঙ্গালুরুতে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই বৈঠককে কেন্দ্র করে বিরোধী হিসেবে তৈরি হয়েছে তৎপরতা। পৌঁছে গিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

আর এই পরিস্থিতিতে একদিকে রাহুল গান্ধী এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী মহাজোটের বৈঠকের আগেই অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার দাবি, একজন বেকার ছেলেকে দাঁড় করানোর চেষ্টা করছেন।আর একজন বেকার ভাইপোকে দাঁড় করানোর চেষ্টা করছেন।

প্রসঙ্গত, এদিন বিরোধী মহাজোটের এই বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “সোনিয়া গান্ধী তার ছেলেকে দাঁড় করানোর চিন্তা করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, কি করে তার বেকার ভাইপোকে দাঁড় করানো যায়। তাই একদিকে বেকার ছেলে, আর একদিকে বেকার ভাইপো। এই দুই নিয়েই তো লড়াই চলছে।”

তবে সুকান্ত মজুমদার এই কথা বলে বিরোধী শিবিরের বৈঠকের আগে অস্বস্তি বাড়িয়ে দিলেও তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, বিজেপি খুব ভালো করেই বুঝে গিয়েছে, গোটা দেশে তাদের অবস্থা ভালো নয়। তাই এই বিরোধী জোটের বৈঠকের আগে ভয় পেতে শুরু করেছে গেরুয়া শিবির। যার কারণে বাংলাতেও কার্যত কোনঠাসা হয়ে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি এই ধরনের কথা বলে ময়দানে টিকে থাকতে চাইছেন।

অনেকে আবার বলছেন, বিজেপি বিরোধী বেশ কিছু দলের বিরুদ্ধে বারবার পরিবার তন্ত্রের অভিযোগ উঠেছে। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে একাধিকবার তোষণ থেকে শুরু করে পরিবারবাদের রাজনীতির অভিযোগ তুলতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। যার কারণে সেই বিরোধী মহাজোটের বৈঠকের আগে সেই পরিবারবাদকে সামনে এনে দুই দলের দুই শীর্ষ নেতার অস্বস্তি বাড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!