এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বামেদের অস্তিত্ব নিয়ে বড়সড় প্রশ্ন, সিপিএমকে ধুয়ে দিলেন এই হেভিওয়েট!

বামেদের অস্তিত্ব নিয়ে বড়সড় প্রশ্ন, সিপিএমকে ধুয়ে দিলেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০২১ এর বিধানসভা নির্বাচনে কার্যত রাজ্যে শূন্য হয়ে গিয়েছিল বামেরা। আর তারপর থেকেই তারা আরও অস্তিত্ব সংকটের মুখে পড়ে যায়। তবে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় বামেদের সামনের সারিতে উঠে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যার কারণে অনেকে বলছেন, এবার অনেক জায়গাতেই বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে বামেরা। তৃণমূলের সঙ্গে লড়াই দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। তবে এই তথ্যকে মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই সেই ব্যাপারে মন্তব্য করে বামেদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আপনারা দেখেছেন তো, বাম কংগ্রেস একসাথে বসছে। কোথায় গেল বামেরা! তাদের কর্মীরা মার খাচ্ছে। তারা তো বলেছিল, ফেরাবে হাল, ফিরবে লাল। কি যেন একটা বলেছিল! আজকে সেই লাল কোথায় গেল!”

একাংশ বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে সিপিএম এবং বামফ্রন্টের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বোঝাতে চাইলেন, যে সিপিএমকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মুখ হিসেবে উঠে এসেছে বলে দেখানো হচ্ছে, তারা আদতে রাজনৈতিকভাবে অস্তিত্বহীন। তাই ভোটের পরে সিপিএমের কর্মীরা মার খেলেও, তাদের নেতাদের দেখা পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে বিজেপি নেতৃত্ব রাস্তায় রয়েছে এবং তারাই তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করবে বলে বুঝিয়ে দিতে চাইলেন সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!